Job News: ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ হতে চলেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জানিয়েছে লেভেল ১ এবং লেভেল ২ পোস্টে নিয়োগ হয়ে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইস্টার্ন রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট rrcer.org- এর মাধ্যমে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে ১৩টি শূন্যপদ পূরণ হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৯ জুলাই। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে ৮ অগস্ট। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ। লেভেল ১- এর জন্য ৩টি এবং লেভেল ২- এর জন্য ১০টি শূন্যপদ রয়েছে।
আবেদনকারীদের যোগ্যতা
লেভেল ২ - যাঁরা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে, তাঁরা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য। সরকার স্বীকৃত এডুকেশন বোর্ড/কাউন্সিল/ইন্সটিটিউশন থেকে দ্বাদশ শ্রেণি কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে এই ৫০ শতাংশ নম্বর না পেলেও চলবে। এছাড়াও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে যাঁরা উচ্চ শিক্ষা লাভ করেছেন তাঁরা আবেদন করলেও, দ্বাদশ শ্রেণির এই ৫০ শতাংশ নম্বর মাপকাঠি হবে না। এছাড়াও যদি আবেদনকারী দশম শ্রেণি উত্তীর্ণ হন কোনও সরকার স্বীকৃত বোর্ড থেকে এবং তাঁর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) /ITI সার্টিফিকেট যা NCVT অনুমোদিত, তাহলেও এই ৫০ শতাংশ নম্বরের বাধ্যবাধকতা থাকবে না। তবে এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি উচ্চ শিক্ষা হিসেবে গ্রহণ করা হবে না।
লেভেল ১- যেসব প্রার্থী দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছে কোনও স্বীকৃত বোর্ড থেকে অথবা এই যোগ্যতার সঙ্গে রয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) /ITI সার্টিফিকেট যা NCVT অনুমোদিত- তাঁরা আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীদের। এখানে ৪০ নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। এক্ষেত্রে মোট ৪০ নম্বরের পরীক্ষা হবে। এর পাশাপাশি ২০ নম্বরের একটি essay type প্রশ্ন থাকবে। মোট ৬০ মিনিটের লিখিত পরীক্ষা হবে।
অ্যাপ্লিকেশন ফি
অসংরক্ষিত শ্রেণি (পুরুষ), ওবিসি (পুরুষ), ইকোনমিকালি উইকার সেকশন (পুরুষ)- দের ক্ষেত্রে এক্সামিনেশন ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিশেষ ভাবে সক্ষম, মহিলা, সংখ্যালঘু এবং আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI