RRC Recruitment News: ভারতীয় রেলে বিপুল চাকরির সুযোগ। সরকারি চাকরির জন্য যে সমস্ত পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটা বড় খবর। ভারতীয় রেলে এবার ১২০০ শূন্যপদে লোক নেওয়া হবে। লোকো পাইলট এবং মালবাহী রেলের গার্ড পদেই হবে এই নিয়োগ (RRC Recruitment)। কী যোগ্যতা লাগবে ? কীভাবেই বা আবেদন করবেন ? দেখে নিন সম্পূর্ণ তথ্য এক নজরে।


শূন্যপদ


ভারতীয় রেলে (RRC Recruitment) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং ট্রেনস ম্যানেজার পদে নিয়োগ করা হবে। রয়েছে ১২০২টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য নিয়োগ করা হবে ৮২৭ জনকে, এর মধ্যে অসংরক্ষিত আসন মাত্র ৪২০টি। অন্যদিকে ট্রেনস ম্যানেজার পদে নিয়োগ করা হবে ৩৭৫ জনকে। এর মধ্যে অসংরক্ষিত আসন রয়েছে ১৮৮টি।


বয়সসীমা


জেনারেল প্রার্থীদের জন্য রেলে চাকরির ক্ষেত্রে বয়সসীমা রয়েছে ৪২ বছর, এর বেশি বয়স হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন না প্রার্থীরা। তবে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছর, SC/ST সম্প্রদায়ের জন্য এই বয়সের উর্ধ্বসীমা রয়েছে ৪৭ বছর।


বেতন কাঠামো কী হবে


অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে নির্বাচিত (RRC Recruitment) হলে প্রার্থীর মাসিক বেতন হবে সর্বোচ্চ ২ লক্ষ ২ হাজার টাকা, সপ্তম পে কমিশনের লেভেল ২ অনুসারে বেতন পাবেন তিনি। অন্যদিকে ট্রেনস ম্যানেজার পদে নির্বাচিত হলে প্রার্থীর মাসিক বেতন একই কাঠামোর মধ্যে থাকবে। তবে লেভেল ৫ অনুসারে বেতন পাবেন তিনি।


কী যোগ্যতা লাগবে


অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আগ্রহী প্রার্থীদের (RRC Recruitment) যে কোনও স্বীকৃত আইটিআই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার, হিট ইঞ্জিন, ইনস্ট্রুমেন্ট মেকানিক ইত্যাদি ট্রেড পাশ করে থাকতে হবে। আইটিআই থেকে ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে প্রার্থীর।


অন্যদিকে ট্রেনস ম্যানেজার পদের আগ্রহী প্রার্থীদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


এক্ষেত্রে প্রতিটি পদের জন্যেই কম্পিউটার বেসড পরীক্ষা হবে। তাঁর সঙ্গে থাকবে অ্যাপ্টিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন ইত্যাদি।


গুরুত্বপূর্ণ দিন


বিগত ১৩ মে থেকে শুরু হয়ে গিয়েছে রেলের এই দুই পদের জন্য আবেদন প্রক্রিয়া। আগামী ১২ জুনের মধ্যে এই পদের জন্য আবেদন রেজিস্ট্রেশন করে ফেলতে হবে আগ্রহী প্রার্থীদের। অনলাইনেই করতে হবে এই পদের জন্য আবেদন। RRC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।


আরও পড়ুন: Motivational Quotes: সকলকে খুশি করতে যাবেন না, জীবন বদলে দেবে সুধা মূর্তির উপদেশ


Education Loan Information:

Calculate Education Loan EMI