Job News: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC Job) অর্থাৎ ওএনজিসি (ONGC Recruitment 2025) - তে রয়েছে চাকরির সুযোগ। নতুন বছরে নিয়োগ করতে চলেছে ওএনজিসি কর্তৃপক্ষ। ongcindia.com - এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানানো যাবে। মোট ১০৮টি শূন্যপদ রয়েছে। ১০ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই প্রক্রিয়া চালু থাকবে ২৪ জানুয়ারি পর্যন্ত। কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ ওএনজিসি- র এই চাকরির জন্য নিয়োগের পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক। আর সেই পরীক্ষা হতে চলেছে ২৩ ফেব্রুয়ারি। অতএব আবেদনকারীদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। আবেদনকারীদের বাকি শিক্ষাগত এবং বয়স সম্পর্কিত যোগ্যতা ওএনজিসি- র অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনে বিশদে দেওয়া হয়েছে।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে
- জিওলজিস্ট- ৫টি শূন্যপদ।
- জিওফিজিসিস্ট (সারফেস)- ৩টি শূন্যপদ।
- জিওফিজিসিস্ট (ওয়েলস)- ২টি শূন্যপদ।
- AEE(Production)- মেকানিক্যাল- ১১টি শূন্যপদ।
- AEE(Production)- পেট্রোলিয়াম- ১৯টি শূন্যপদ।
- AEE(Production)- কেমিক্যাল- ২৩টি শূন্যপদ।
- AEE(Drilling)- পেট্রোলিয়াম- ৬টি শূন্যপদ।
- AEE(Drilling)- মেকানিক্যাল- ২৩টি শূন্যপদ।
- AEE (Mechanical)- ৬টি শূন্যপদ।
- AEE (Electrical)- ১০টি শূন্যপদ।
আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে জেনে নিন
কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে আবেদনকারীদের। অবজেক্টিভ টাইপ হবে এই পরীক্ষা। মোট চারটী বিভাগ থাকবে। সাধারণ জ্ঞান, পছন্দের বিষয়, ইংরেজি ভাষা এবং অ্যাপ্টিটিউট টেস্ট। মট ২ ঘণ্টা ধরে চলবে পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাক পড়বে ইন্টারভিউ রাউন্ডে। তারপর হবে একটি গ্রুপ ডিসকাশন রাউন্ড। এরপর মেধাতালিকা প্রকাশ করে বেছে নেওয়া যোগ্যদের।
অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, রইল তালিকা
জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের দিতে হবে ১০০০ টাকা। অন্যদিকে তফিশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। অনলাইনে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ওএনজিসি- র অফিশিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুন- নতুন বছরে এসবিআই- তে চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? কবে পর্যন্ত আবেদন করা যাবে?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI