Job News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI Recruitment) রয়েছে চাকরির সুযোগ। স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (SCO) নিয়োগ করবে এসবিআই (SBI)। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in - এখানে গিয়ে আবেদন জানানো যাবে। ১৫০ শূন্যপদ পূরণ হবে এই নিয়োগের মাধ্যমে। ৩ জানুয়ারি শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চালু থাকবে ২৩ জানুয়ারি পর্যন্ত। 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া জরুরি 


স্টেট ব্যাঙ্কের এই চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের স্নাতক হতে হবে। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পেতে হবে যেকোনও বিভাগে। এছাড়াও IIBF অর্থাৎ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স থেকে Forex সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীদের কাছে। এই সার্টিফিকেট ৩১.১২.২০২৪- এই তারিখের মধ্যে পেতে হবে আবেদনকারীদের। এর পরের তারিখ থাকলে তা গ্রাহ্য হবে না।  


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 


শর্টলিস্টিং এবং ইন্টারভিউ- এই দুই উপায়ে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ইন্টারভিউ পর্বে থাকবে ১০০ নম্বর। ইন্টারভিউ রাউন্ডের কোয়ালিফায়িং মার্কস কত হবে তা ঠিক করবে ব্যাঙ্ক। মেরিট লিস্ট অর্থাৎ মেধাতালিকা তৈরি হবে ডিসেন্ডিং অর্ডারে। অর্থাৎ ইন্টারভিউতে প্রার্থীরা যে যেমন নম্বর পাবেন তার ভিত্তিতে মেধাতালিকাতে নাম সাজানো হবে বেশি নম্বর থেকে কম নম্বর, এই ক্রমান্বয়ে। শুধু  ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তৈরি হবে মেধাতালিকা। যদি দু'জন আবেদনকারী একই নম্বর পেয়ে থাকেন (কাট অফ মার্কসের বেশি) তাহলে যাঁর বয়স বেশি তিনি আগে সুযোগ পাবেন, অর্থাৎ তাঁর নাম মেরিট লিস্টে আগে থাকবে। এক্ষেত্রেও ডিসেন্ডিং অর্ডার মেনেই মেধা তালিকা তৈরি করা হবে। 


অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত ধার্য করা হয়েছে 


জেনারেল, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণি এবং ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের দিতে হবে ৭৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি। আর তফশিলি জাতিম তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। যাঁদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে তাঁরা টাকা দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে যদি কোনও অতিরিক্ত ট্রানজাকশন চার্জ দিতে হয়, সেটা আবেদনকারীদেরই দিতে হবে। 


আরও পড়ুন- সরকারি ব্যাঙ্কে চাকরির সুযোগ, কবে পর্যন্ত আবেদন জানাতে পারবেন? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI