ISRO Apprentice Recruitment 2025: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোতে হতে চলেছে নিয়োগ। অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগ করবে ইসরো কর্তৃপক্ষ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ইসরোর অফিশিয়াল ওয়েবসাইট isro.gov.in - এখানে গিয়ে। আবেদনের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, ২০২৫। মোট ৭৫টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ইসরো। 

কোথায় কত শূন্যপদ, দেখে নিন বিস্তারিত 

  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি - ৪৬টি শূন্যপদ 
  • ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি - ১৫টি শূন্যপদ 
  • ডিপ্লোমা ইন কমার্শিয়াল প্র্যাকটিস - ৫টি শূন্যপদ 
  • ট্রেড আইটিআই - ৯টি শূন্যপদ 

কারা আবেদন করতে পারবেন, মূলত আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা দেখে নিন সবিস্তারে 

  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি - এই পদে আবেদনের জন্য আবেদনকারী বিই/বিটেক ডিগ্রি থাকতে হবে যেকোনও স্ট্রিমে এবং একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। 
  • ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি - এই পদে আবেদনের জন্য আবেদনকারীর ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি (নির্দিষ্ট ক্ষেত্রে) থাকতে হবে। স্টেট বোর্ড স্বীকৃত ডিগ্রি থাকা জরুরি। 
  • ডিপ্লোমা ইন কমার্শিয়াল প্র্যাকটিস - এই পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের কমার্শিয়াল প্রাকটিসে ডিপ্লোমা ডিগ্রি (নির্দিষ্ট ক্ষেত্রে) থাকতে হবে যার অনুমোদন এবং স্বীকৃতি দেবে স্টেট বোর্ড। 
  • ট্রেড আইটিআই - এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের কাছে আইটিআই ডিগ্রি থাকতে হবে প্রয়োজনীয় বিষয়ে এবং এই ডিগ্রি কোনও অনুমোদনপ্রাপ্ত এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেতে হবে। 

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, কমার্শিয়াল প্র্যাকটিসে ডিপ্লোমা এবং আইটিআই/ট্রেড - যাঁরা ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে পাশ করছেন তাঁরাই কেবলমাত্র এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য উপযুক্ত বা যোগ্য হবেন। 

ইসরো কীভাবে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেবেন, দেখে নেওয়া যাক 

আবেদনকারীদের আবেদনপত্র প্রথমে স্ক্রুটিনি এবং স্ক্রিনিং হবে। তারপর আবেদনকারীদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের প্যানেল তৈরি হবে অ্যাকাডেমিক স্কোর অর্থাৎ ডিগ্রি / ডিপ্লোমা লেভেল এবং পারফরম্যান্সের ভিত্তিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। শিক্ষানবিশ পদে একজন আবেদনকারীদের ডাকা হবে প্যানেলে তাঁর অবস্থান কোথায়, সম্পূর্ণ তারই ভিত্তিতে। নির্বাচিত আবেদনকারীদের শুধুমাত্র ইমেলের মাধ্যমেই সূচনা দেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাঁদের নাম শর্টলিস্ট করা হবে তাঁদের কোনও ট্র্যাভেল অ্যালাউয়েন্স দেওয়া হবে না। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ইসরোর অফিশিয়াল ওয়েবসাইটে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI