Job News: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। জুনিয়র ইঞ্জিনিয়র- সহ একাধিক পদে হবে নিয়োগ। ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষদিন ২ ডিসেম্বর। মডিফিকেশন উইন্ডো খুলবে ৩ ডিসেম্বর এবং বন্ধ হবে ১২ ডিসেম্বর। মোট শূন্যপদের সংখ্যা ২৫৬৯টি। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারইনটেনডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক অ্যাসিসট্যান্ট - এইসব পদে নিয়োগ হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে ১ জানুয়ারি ২০২৬ অনুসারে, সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।                 

Continues below advertisement

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে 

অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের দিতে হবে ৫০০ টাকা। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ৪০০ টাকা ফেরত দেবে ব্যাঙ্ক চার্জ কেটে নেওয়ার পর। কম্পিউটার বেসড টেস্ট ১ - এ বসার পর এই টাকা ফেরত পাওয়া যাবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিশেষ ভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। কম্পিউটার বেসড টেস্টে বস্লে এই টাকা ফেরত পাওয়া যাবে।                      

Continues below advertisement

অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে কেবলমাত্র অনলাইনেই। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই- এইসব মাধ্যমের সাহায্যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। যা সার্ভিস চার্জ ধার্য হবে তা আবেদনকারীকেই দিতে হবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে।             

এই নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। RRB - র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। rrbapply.gov.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। এটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট। যাবতীয় অফিশিয়াল আপডেট অথবা সংশোধন, RRB- র ওয়েবসাইটেই পাবেন প্রার্থীরা।           

কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন একনজরে 

  • মোট শূন্যপদ - ২৫৭০ (আপাত ভাবে)
  • শুরুর বেতন - মাসে ৩৫,৪০০ টাকা 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI