NABARD Recruitment: ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (National Bank for Agriculture and Rural Development) অর্থাৎ নাবার্ডে (NABARD) রয়েছে চাকরির সুযোগ। গ্রেড 'এ' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নাবার্ডের (NABARD) তরফে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নাবার্ডের (NABARD) অফিশিয়াল ওয়েবসাইট nabard.org- এর মাধ্যমে নিয়োগ করা যাবে। 

Continues below advertisement

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৮ নভেম্বর থেকে। আর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই নিয়োগের মাধ্যমে ৯১টি শূন্যপদ পূরণ করবে নাবার্ড কর্তৃপক্ষ। অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে নাবার্ড। 

উল্লেখ্যযোগ্য কয়েকটি তারিখ 

Continues below advertisement

  • রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৮ নভেম্বর 
  • রেজিস্ট্রেশন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত 
  • প্রথম পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০ ডিসেম্বর 
  • দ্বিতীয় পর্যায়ের মেন পরীক্ষা হবে ২৫ জানুয়ারি, ২০২৬ 
 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে 

  • অ্যাসিসট্যান্ট ম্যানেজার (RDBS) - ৮৫ 
  • অ্যাসিসট্যান্ট ম্যানেজার (লিগাল) - ২ 
  • অ্যাসিসট্যান্ট ম্যানেজার (প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি) - ৪ 
 

আবেদনকারীদের বয়স কেমন হওয়া প্রয়োজন 

নাবার্ডের এই চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ০১/১১/২০২৫ অনুসারে। আবেদনকারীর জন্ম ২ নভেম্বর, ১৯৯৫- এর আগে হওয়া চলবে না। আবার ১ নভেম্বর ২০০৪- এর পরেও হওয়া চলবে না। 

 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে 

চারটি পর্যায়ে হবে পরীক্ষা। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা। তারপর হবে মেন পরীক্ষা। এরপর থাকবে সাইকোমেট্রিক টেস্ট এবং তারপর ইন্টারভিউ রাউন্ড। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে ২০০ নম্বরের। এই পরীক্ষা চলবে ২ ঘণ্টা ধরে। প্রশ্নপত্র তৈরি করা হবে হিন্দি এবং ইংরেজি ভাষায়। মেন পরীক্ষাও হবে ২০০ নম্বরের। এক্ষেত্রে আবার পেপার ১ এবং পেপার ২- এই ভাগ থাকবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে দেখে নিন 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম শ্রেণির আবেদনকারীদের দিতে হবে ১৫০ টাকা। বাকিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ৮৫০ টাকা। টাকা জমা দিতে হবে ডেবিট কার্ড (Rupay/Vias/Master Card/Maestro), ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এছাড়াও টাকা জমা দেওয়া যাবে আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে নাবার্ডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI