Career News: পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিবহন নিগমে শিক্ষানবিশ নিয়োগের আবেদন শুরু হয়ে গিয়েছে। ২০২৪-২৫ বর্ষের জন্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice) পদে নিয়োগ করছে সংস্থা। মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই ডিগ্রি থাকলেই করা যাবে আবেদন। ১৯৬১ সালের শিক্ষানবিশ আইনের আওতায় পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সাবস্টেশনে (WBSETCL) এই পদে নিয়োগ হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শেষ হবে আবেদন প্রক্রিয়া।


শিক্ষাগত যোগ্যতা


WBSETCL-এ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice) পদে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে যে কোনও NCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ান বিভাগে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ আবেদনকারীকে ২ বছরের কোর্স হিসেবে আইটিআই ডিগ্রি পাশ করতে হবে।  


২০২১, ২০২২ এবং ২০২৩ সালে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আইটিআই পাশ করেছেন কেবলমাত্র তারাই এই আবেদনের যোগ্য। তবে এর আগে যারা কোনও রকম শিক্ষানবিশ পদে কাজ করেছেন তারা এই আবেদন করতে পারবেন না।


শূন্যপদ


মোট ৬৭টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ হবে। তার মধ্যে অসংরক্ষিত আসন ৩৯টি।


বয়সের সীমা


০১. ০১. ২০২৪ তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।


বৃত্তি


১৯৬১ সালের শিক্ষানবিশ আইনের আওতায় নির্বাচিত প্রার্থীকে (Technician Apprentice) সংস্থার পক্ষ থেকে মাসিক ৭৭০০ টাকা দেওয়া হবে বৃত্তি হিসেবে। এছাড়া অন্য কোনও অ্যালাউয়েন্স দেওয়া হবে না। বৃত্তি পাওয়ার জন্য প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে।


চাকরিস্থল


এই পদে আবেদনের পরে প্রার্থী নির্বাচিত হলে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনও সাব স্টেশনে প্রশিক্ষণের জন্য পাঠানো হতে পারে।


প্রশিক্ষণের সময়


টানা ১২ মাস ধরে চলবে এই প্রশিক্ষণ। এরপরে এই প্রশিক্ষণের মেয়াদ আর কোনওভাবেই বাড়ানো হবে না।


আবেদনের সময়সীমা


১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এই পদে আবেদন। চলবে আগামী ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত। খেয়াল রাখতে হবে ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টে পর্যন্তই কেবল আবেদন করা যাবে।


আবেদনের পদ্ধতি



  • আগ্রহী প্রার্থীদের প্রথমে 'ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম'-এর (NAPS) আওতায় রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই বিদ্যুৎ নিগমের পোর্টালে লগ ইন আইডি দিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

  • মনে রাখতে হবে NAPS-এ রেজিস্ট্রেশনও ৭ ফেব্রুয়ারির মধ্যেই করে ফেলতে হবে, আবেদনের আগে।


প্রশিক্ষণের সময়


সোম থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। শনি-রবি থাকবে ছুটি। এরই সঙ্গে বছরে ১৪টি CL এবং ১০টি মেডিকেল লিভও পাবেন নির্বাচিত শিক্ষানবিশরা।


আরও পড়ুন: UCO bank recruitment 2024: ইউকো ব্যাঙ্কের কলকাতা অফিসে নিয়োগ ; কোন পদে আবেদন, শেষ তারিখ কবে


Education Loan Information:

Calculate Education Loan EMI