RVNL Recruitment: চাকরি খুঁজছেন ? রেল বিকাশ নিগম দেবে বড় কাজের সুযোগ। এর আগেও রেল বিকাশ নিগম সংস্থায় নিয়োগ করা হয়েছিল বেশ কিছু পদে। তারপর ফের প্রকাশ্যে আরেকটি নিয়োগের বিজ্ঞপ্তি। এই পদে কাজ করতে চাইলে বয়স (RVNL Recruitment) হতে হবে ৩২ বছরের মধ্যে। মূলত এইচআর এবং আইটি বিভাগেই নিয়োগ হবে এক্সিকিউটিভ পদে। দেখে নিন এই পদে কাজের জন্য কত বেতন পাবেন, কীভাবেই বা আবেদন করবেন।
শূন্যপদ
রেল বিকাশ নিগম (RVNL Recruitment) সংস্থায় কাজের সুযোগ। দুটি মাত্র শূন্যপদ রয়েছে। এইচ আর এবং আইটি বিভাগে মোট দুজন এক্সিকিউটিভ নেওয়া হবে রেল বিকাশ নিগমে।
বয়সসীমা
রেল বিকাশ নিগমে কাজের জন্য আবেদন করতে গেলে এই দুই পদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা হতে হবে ৩২ বছর।
বেতন কাঠামো
রেল বিকাশ নিগমে (RVNL Recruitment) কাজের ক্ষেত্রে এই দুই পদের জন্য প্রার্থী নির্বাচিত হলে এক্সিকিউটিভ (এইচআর) পদের জন্য মাসিক ৫৩,৬৯০ টাকা বেতন পাবেন এবং এক্সিকিউটিভ (এইচআর ও আইটি) পদের জন্য বেতন পাবেন মাসিক ৫০,৯৬০ টাকা।
কী যোগ্যতা লাগবে
রেল বিকাশ নিগমে কাজের জন্য এক্সিকিউটিভ (এইচআর) পদের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি-কম বা বি-এসসি ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে এক্সিকিউটিভ (এইচআর ও আইটি) পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন টেকনোলজিতে বি-ই বা বি-টেক ডিগ্রি থাকতে হবে। আবার এর সঙ্গে প্রার্থীকে এমবিএ-ও করে নিতে হবে।
কাজের মেয়াদ
এটি কোনও স্থায়ী চাকরি নয়। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীকে। এরপর প্রার্থীর দক্ষতা অনুসারে এই কাজের মেয়াদ বাড়তে পারে।
কীভাবে প্রার্থী নির্বাচন
আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে নথি জমা (RVNL Recruitment) এবং ব্যক্তিগত ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে রেল বিকাশ নিগমে।
কীভাবে আবেদন করবেন
এই পদে কাজের জন্য অনলাইনে আবেদন করা যাবে না। অফলাইনে নির্ধারিত ঠিকানায় ডাকযোগে নিজেদের আবেদনপত্র, সমস্ত নথি সহ পাঠাতে হবে নির্ধারিত সময়ের মধ্যেই।
এই পদে কাজের জন্য আবেদনপত্র পাঠানোর শেষ আগামী ২১ জুন ২০২৪।
Education Loan Information:
Calculate Education Loan EMI