SSC CGL Tier 1 Exam 2025: স্টাফ সিলেকশন কমিশন SSC CGL Tier 1 Exam 2025- এর দিনক্ষণ প্রকাশ করেছে। ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, এই পরীক্ষার দিন প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। স্টাফ সিলেকশন কমিশন তাদের অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in - এখানে পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছে। যাঁরা Combined Graduate Level Exam 2025- এ বসবেন, তাঁরা SSC- র অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in- এ দেখতে পাবেন যাবতীয় তথ্য। এসএসসি কর্তৃপক্ষের নোটিস অনুসারে SSC CGL Tier 1 Exam 2025- এর দিন সেপ্টেম্বরেই ঘোষণা হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চলবে পরীক্ষা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে।
SSC CGL Tier 1 Exam 2025 - কেমন ধরনের পরীক্ষা হতে চলেছে
এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে এই পরীক্ষায়। অর্থাৎ বেশ কয়েকটি অপশন থাকবে একটা প্রশ্নে। সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে পরীক্ষার্থীদের। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, জেনারেল Awareness, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং ইংরেজি কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসবে এই পরীক্ষায়। এই ইংরেজি কম্প্রিহেনশন ছাড়া বাকি সব প্রশ্ন ইংরেজি এবং হিন্দি ভাষায় থাকবে।
কোথায় কত শূন্যপদ রয়েছে, বিস্তারিত জেনে নিন
SSC CGL Tier 1 Exam 2025 - এর মাধ্যমে ১৪৫৮২টি শূন্যপদ পূরণ করা হবে গ্রুপ বি এবং গ্রুপ সি- তে। বিভিন্ন মন্ত্রক/বিভাগ/ভারত সরকারের সংগঠনে হবে নিয়োগ। বিভিন্ন Constitutional Bodies/Statutory Bodies/ Tribunals- এ নিয়োগ হবে SSC CGL Tier 1 Exam 2025 - এর মাধ্যমে। সমস্ত শূন্যপদের মধ্যে অসংরক্ষিত শ্রেণির জন্য রয়েছে ৬১৮৩টি শূন্যপদ। তফশিলি জাতির জন্য রয়েছে ২১৬৭টি শূন্যপদ। তফশিলি উপজাতির জন্য রয়েছে ১০৮৮টি শূন্যপদ। ওবিসি-দের জন্য রয়েছে ৩৭২১টি শূন্যপদ এবং ইকোনমিকালি উইকার সেকশনের জন্য রয়েছে ১৪২৩টি শূন্যপদ।
SSC CGL- এর জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছিল গত ৯ জুন। আর তা শেষ হয়েছিল ৪ জুলাই। এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি যাবতীয় তথ্য এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে পরীক্ষার্থীদের। SSC CGL Tier 1 Exam 2025 সংক্তান্ত যাবতীয় আপডেট এসএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। তাই পরীক্ষার আগে পর্যন্ত ssc.gov.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI