Job News: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO), গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট (GTRE) নিয়োগ করতে চলেছে অ্যাপ্রেন্টিস (Apprentice Recruitment) পদে। আগ্রহী এবং যোগ্যরা NATS- এর অফিশিয়াল ওয়েবসাইট nats.education.gov.in - এখানে গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। মোট ১৫০ শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করবে কর্তৃপক্ষ। আজ অর্থাৎ ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ৮ মে পর্যন্ত। শর্টলিস্ট হওয়া প্রার্থীদের নামের প্রথম তালিকা প্রকাশিত হবে ২৩ মে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন বিস্তারিত 

১। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি - ইঞ্জিনিয়ারিং - ৭৫টি শূন্যপদ 

২। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি - নন-ইঞ্জিনিয়ারিং - ৩০টি শূন্যপদ 

৩। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি - ২০টি শূন্যপদ 

৪। আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি - ২টি শূন্যপদ 

আবেদনকারীদের বয়স কত হওয়া প্রয়োজন দেখে নিন একনজরে 

এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া উচিৎ। সংরক্ষিত শ্রেণি এবং বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে, ভারত সরকারের নিয়ম অনুসারে। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন নির্বাচন পদ্ধতি 

১। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি - ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিই, বিটেক কিংবা সমতুল্য যোগ্যতা থাকা প্রয়োজন। 

২। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি - নন-ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিকম, বিএসসি, বিএ, বিসিএ, বিবিএ - এইসব ডিগ্রি থাকতে হবে। 

৩। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি অথবা আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনিদের ক্ষেত্রে বিভিন্ন শাখায় উপলব্ধ শূন্যপদের ভিত্তিতে প্রার্থীদের নাম নির্বাচন করা হবে (শর্টলিস্ট) তাঁদের অ্যাকাডেমিক মেরিট, ডকুমেন্ট ভেরিফিকেশনের সাফল্য অনুসারে।  

এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের মেয়াস ১২ মাসের অর্থাৎ এক বছরের। যেদিন থেকে অ্যাপ্রেন্টিস কনট্র্যাক্ট পাবেন আবেদনকারীরা সেদিন থেকেই এই মেয়াদ শুরু হবে। এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের জন্য প্রার্থীরা অফলাইনেও আবেদন জানাতে পারেন। 

Railway Jobs: দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে অর্থাৎ সাউথ ইস্ট সেট্রাল রেলওয়ে, অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য অনলাইনে আবেদন জানানো যাবে। Apprentice India - এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। apprenticeshipindia.gov.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং তা শেষ হবে ৪ মে। মোট ১০০৭টি শূন্যপদ রয়েছে যা এই নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI