Job News: ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি (IB) নিয়োগ করতে চলেছে। সিকিউরিটি অ্যাসিসট্যান্টের (Security Assitant) পদে রয়েছে চাকরির সুযোগ। অনলাইনে আবেদন করা যাবে ভারতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। mha.gov.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ৬ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। আর তা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ৪৫৫টি শূন্যপদ রয়েছে এই চাকরির জন্য।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স
দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। স্বীকৃত এডুকেশন বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাশ করতে হবে। এর পাশাপাশি মোটরমেকানিজমের জ্ঞান থাকতে হবে। গাড়ির ছোটখাটো ত্রুটি দূর করার ক্ষেত্রে সক্ষম হতে হবে আবেদনকারীদের। আর আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ অনুসারে।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া
টায়ার ১ এবং টায়ার ২- এই দুই ভাগে পরীক্ষা হবে। টায়ার ১ - এর পরীক্ষায় ১০০ নম্বরের প্রশ্ন থাকবে এবং পরীক্ষার মোট সময় ১ ঘণ্টা। টায়ার ২- এর পরীক্ষায় ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। টায়ার ১- এর পরীক্ষা একের বেশি পর্যায়ে নেওয়া হতে পারে। একাধিক পরীক্ষা কেন্দ্রেও পরীক্ষা হতে পারে।
টায়ার ১- এর পরীক্ষার জন্য পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার ব্যাপারে ৫টি অপশন থাকবে পরীক্ষার্থীদের কাছে। সেই অনুসারেই আসবে কল লেটার। ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং হবে। কোনও প্রশ্নের উত্তর লেখা না হলে তার জন্য কোনও নম্বর পাওয়া যাবে না।
অ্যাপ্লিকেশন ফি কত টাকা ধার্য হয়েছে, কীভাবে জমা দেওয়া যাবে
অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। রিক্রুটমেন্ট প্রসেসিং ফি ৫৫০ টাকা। সব আবেদনকারীকেই এই টাকা দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, চালান - এইসবের মাধ্যমে। বাকি যাবতীয় খুঁটিনাটি পাওয়া যাবে MHA - এর অফিশিয়াল ওয়েবসাইটে।
SSC CGL Tier 1 Exam 2025: স্টাফ সিলেকশন কমিশন SSC CGL Tier 1 Exam 2025- এর দিনক্ষণ প্রকাশ করেছে। ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চলবে পরীক্ষা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI