Job News: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited), আইওসিএল (IOCL)- শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করতে চলেছে। যোগ্য এবং আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আইওসিএল- এর অফিশিয়াল ওয়েবসাইট iocl.com - এর মাধ্যমে। মোট শূন্যপদের সংখ্যা ৪৫৬। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৪ জানুয়ারি এবং তা চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
আবেদনকারীদের বয়স কত হওয়া জরুরি
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হলে (৩১ জানুয়ারি, ২০২৫ অনুসারে) ইন্ডিয়ান অয়েলের এই চাকরির জন্য তাঁরা আবেদন জানাতে পারবেন। বিশেষভাবে সক্ষম শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের নিরিখে ১০ বছর পর্যন্ত ছাড় রয়েছে। এর পাশাপাশি তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে ১৫ বছর পর্যন্ত এবং ওবিসি ও এনসিএল ক্যাটেগরির আবেদনকারীদের ক্ষেত্রে ১৩ বছর পর্যন্ত ছাড় রয়েছে।
আবেদনকারীদের মধ্যে থেকে কীভাবে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে
যেসব প্রার্থীর NAPS/NATS - এই দুই পোর্টালের একটিতে অন্তত রেজিস্টার করা রয়েছে, তাঁদেরকেই বাছাই পর্বের জন্য ডেকে পাঠানো হবে। কোনও লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউ ছাড়াই পাওয়া যাবে এই চাকরি। মেরিট লিস্ট অর্থাৎ মেধাতালিকা তৈরি হবে একটি পদের ভিত্তিতে যাঁরা আবেদন করেছেন তাঁদের নিরিখে। তবে এক্ষেত্রে ওই পদের জন্য ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ যে কোয়ালিফায়িং মার্কস ধার্য করবে সেই শতাংশ নম্বর আবেদনকারী পেলে তবেই তাঁর নাম মেরিট লিস্টে থাকবে। পোর্টালে একটি পদের জন্য কোনও আবেদনকারী আবেদন করলে তিনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করেছেন কিনা তা দেখা হবে। এছাড়াও আবেদনকারীদের সফলভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যায়েও কোয়ালিফাই করতে হবে এবং আগাম একটি মেডিক্যাল ফিটনেস টেস্টও দিতে হবে। এই সবকিছুর ভিত্তিতেই ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য একজন আবেদনকারীকে নিযুক্ত করা হবে।
অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং
সমস্ত বিভাগেই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের মেয়াদ ১২ মাস। অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম শেষ হলে কেউ চাকরির জন্য দাবি জানাতে পারবেন না। এমন কোন দাবি কোম্পানি কর্তৃপক্ষও করবে না। অর্থাৎ ইন্ডিয়ান অয়েলে শিক্ষানবিশ পদে ট্রেনিং শেষ করার পরই যে আপনি এই সংস্থায় চাকরি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। এই দাবি কোম্পানি করেনি। তাই কোনও আবেদনকারীও এই দাবি জানাতে পারবেন না।
আরও পড়ুন- এসবিআই ক্লার্কশিপ কবে পরীক্ষা হতে পারে? কবেই বা হাতে পাবেন অ্যাডমিট কার্ড?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI