RRC Recruitment 2023: রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Railway Recruitment Cell) (কেন্দ্রীয় রেলব্যবস্থা) (Cetral Railway) শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন RRC CR অর্থাৎ Railway Recruitment Cell, Central Railway - এর অফশিয়াল ওয়েবসাইট rrccr.com - এখানে গিয়ে। মোট ২৪০৯টি শূন্যপদে শিক্ষানবিশদের নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। ২৯ অগস্ট শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তা চালু থাকবে। 


আবেদনকারীদের যোগ্যতা


যাঁরা রেলওয়ের এই শিক্ষাবিশ পদে আবেদন জানাবেন তাঁদের দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। অথবা সমতুল্য কোনও পরীক্ষায় (under 10+2 examination system) নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। যেকোনও স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে পরীক্ষা দিতে হবে। সেই সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (notified trade) থাকতে হবে। ১৫ থেকে ২৪ বছর বয়সীরা আবেদন জানাতে পারবেন (অগস্ট ২৯, ২০২৩ অনুসারে) 


কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের


বিজ্ঞপ্তির ভিত্তিতে যাঁরা আবেদন জানাবেন তাঁদের মেরিট লিস্টে নাম থাকবে। এই মেরিট লিস্ট সাজানো হবে আবেদনকারীদের নম্বরের ভিত্তিতে। অর্থাৎ ম্যাট্রিকুলেশন পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর এবং আইটিআই- এর নম্বর (ট্রেডের ক্ষেত্রে)। এর উপরেই Apprenticeship করা হবে। 


অ্যাপ্লিকেশন ফি


১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে আবেদনকারীদের। ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং/এসবিআই চালান- এইসবের মাধ্যমে জমা দেওয়া যাবে টাকা। 


ইউপিএসসি- তে নিয়োগ


ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) (UPSC)- র তরফে ডেপুটি ডিরেক্টর, অ্যাসিসট্যান্ট ডিরেক্টর, অ্যাসিসট্যান্ট প্রফেসর- সহ অন্যান্য একাধিক পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন (Online Application) প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইন মাধ্যমে। গত ২৬ অগস্ট থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। upsconline.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। মোট ২৯টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। আবেদনকারীদের ২৫ টাকা ফি জমা দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। 


আরও পড়ুন- উত্তর ২৪ পরগনায় স্বাস্থ্যবিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি, কবে আবেদনের শেষ তারিখ ?


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


Education Loan Information:

Calculate Education Loan EMI