Job News: পশ্চিমবঙ্গ রাজ্য ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL) জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে। যোগ্যরা আবেদন করতে পারবেন অনলাইনে। WBSEDCL- এর অফিশিয়াল ওয়েবসাইট wbsedcl.in- এর মাধ্যমে। এই নিয়োগের মাধ্যমে ৪৪৭টি শূন্যপদ পূরণ হতে চলেছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে, আর তা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। 

Continues below advertisement


কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন সবিস্তারে 



  • অ্যাসিসট্যান্ট ম্যানেজার - ৪৬টি শূন্যপদ 

  • জুনিয়র ইঞ্জিনিয়ার - ৪০১টি শূন্যপদ 


আবেদনকারীদের বয়স কত হতে হবে, দেখে নিন 


আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে ১ জানুয়ারি, ২০২৫ অনুসারে। অর্থাৎ আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে চলবে না। আবার ৩২ বছরের বেশি হলেও চলবে না।                    


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন নির্বাচন প্রক্রিয়া 


দুটো পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। কম্পিউটার বেসড টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ। এছাড়াও হবে প্রি-এমপ্লয়মেন্ট মেডিক্যাল এক্সামিনেশন। কম্পিউটার বেসড যে পরীক্ষা হবে তা মোট ৯০ মিনিটের অর্থাৎ দেড় ঘণ্টার। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৮৫ নম্বর এমসিকিউ প্রশ্ন থাকবে। অর্থাৎ অবজেক্টিভ টাইপ পরীক্ষা। আর ১৫ নম্বর থাকবে ভাইভা-ভোকাল/পার্সোনাল ইন্টারভিউ। 


অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন একনজরে 


অসংরক্ষিত শ্রেণি, ওবিসি-এ, ওবিসি-বি, ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য ৪০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে। অন্যদিকে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদন ফি দিতে হবে ৩০০ টাকা। তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।        


আবেদনকারীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন। পোস্টাল অর্ডার, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট - এইসব মাধ্যমে টাকা জমা দিতে তা গ্রাহ্য করা হবে না। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে WBSEDCL- এর অগিশিয়াল ওয়েবসাইটে।  


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI