LIC HFL Apprentice Recruitment 2023: এলআইসি (LIC) হাউসিং ফিন্যান্স (Housing Finance) লিমিটেডে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি জানা গিয়েছে, আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে lichousing.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন লিমিটেডের হাউসিং ফিন্যান্স বিভাগে মোট ২৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। এলআইসি- র এই চাকরির জন্য ২০ থেকে ২৫ বছর বয়সীরা আবেদন জানাতে পারবেন। এছাড়াও যাঁরা ১ ডিসেম্বর, ২০২৩- এর মধ্যে স্নাতক পাশ করেছেন এবং ১ এপ্রিল, ২০২০- র আগে নয় (যেকোনও স্ট্রিমে) তাঁরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এখানে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। 


কীভাবে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কেমন হবে


লিখিত পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। এই প্রবেশিকা পরীক্ষায় ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। বেসিক ব্যাঙ্কিং, বিনিয়োগ এবং বিমাসংক্রান্ত প্রশ্ন থাকবে এই লিখিত পরীক্ষায়। এর সঙ্গে থাকবে Quantitative/Reasoning/Digital/Computer Literacy/English- এই সবকিছুই। এই এন্ট্রান্স এক্সাম অর্থাৎ প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত ফলের ভিত্তিতে প্রার্থীদের মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপর তাঁদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ব্যক্তিগত স্তরের ইন্টারভিউ পর্বের জন্য। এলআইসি হাউসিং ফিন্যান্স লিমিটেডের অফিসগুলিতেই ডাকা হবে প্রার্থীদের। 


অ্যাপ্লিকেশন ফি কার জন্য কত রাখা হয়েছে 


জেনারেল এবং ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৯৪৪ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তুফশিলি উপজাতির আবেদনকারীদের জন্য ৭০৮ টাকা এবং মহিলা প্রার্থীদের জন্য ৪৭২ টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা গিয়েছে। পেমেন্ট করা যাবে কেবলমাত্র অনলাইন মাধ্যমেই। 


এয়ারপোর্টস অথরিটি দিচ্ছে চাকরি করার সুযোগ


জুনিয়র অ্যাসিসট্যান্ট এবং সিনিয়র অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করতে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। অনলাইনে www.aai.aero এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত আবেদন জানানো যাবে। মোট ১১৯টি শূন্যপদ রয়েছে।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে 'স্পেশ্যালিস্ট পদে' নিয়োগ, শূন্যপদ কত?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


Education Loan Information:

Calculate Education Loan EMI