Jobs And Recruitments: নিয়োগের নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC Recruitment) অর্থাৎ ইউপিএসসি। মোট ৮৭টি স্পেশ্যালিস্ট পদে (Specialist Posts) নিয়োগ করা হবে। upsc.gov.in - এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। অনলাইনেই কেবলমাত্র করা যাবে আবেদন। আগামী ১১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে ইউপিএসসি- র তরফে। জমা দেওয়া অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট করানোর শেষ দিন ১২ জানুয়ারি, ২০২৪।


কোথায় কত শূন্যপদ, দেখে নেওয়া যাক একঝলকে


  • স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি (Anaesthesiology) - ৪৬টি শূন্যপদ 

  • স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি (Biochemistry) - ১টি শূন্যপদ 

  • স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি (Forensic Medicine) - ৭টি শূন্যপদ  

  • স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি (Microbiology) - ৯টি শূন্যপদ  

  • স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি (Pathology) - ৭টি শূন্যপদ 

  • স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি (Plastic Surgery & Reconstructive Surgery) - ৮টি শূন্যপদ 


অ্যাপ্লিকেশন ফি, কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 


মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম- এই প্রার্থীরা ছাড়া বাকিদের ক্ষেত্রে ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনও শাখায় এই টাকা নগদ হিসেবে জমা দেওয়া যাবে। অথবা আবেদনকারীরা নেট ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন। এছাড়াও Visa/Master/Rupay/Credit/Debit Card/UPI - এইসব পেমেন্ট মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাবেন আবেদনকারীরা। 


ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে শিক্ষানবিশ পদে নিয়োগ


শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করতে চলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। জানা গিয়েছে, ডিআরডিও- র আওতায় এই নিয়োগ করা হবে ডিফেন্স ইন্সটিটিউট অফ বায়ো এনার্জি রিসার্চে। নোটিফিকেশন প্রকাশ করে ডিআরডিও- র তরফে জানানো হয়েছে Haldwani এবং DIBER Field Station Pithoragarh- এই দুই ক্ষেত্রে শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে apprenticeshipindia.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে Employment News (December 16-22), 2023- এই বিভাগে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৫ দিন পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন আগ্রহীরা। অতএব হাতে এখনও কিছুদিন সময় রয়েছে। এক বছরের জন্য চলবে এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। প্রার্থীদের কাছে অবশ্যই একটি আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। মোট শূন্যপদ রয়েছে ৩২টি। স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের পর যাঁরা প্রশিক্ষণ অথবা চাকরির অভিজ্ঞতা পেয়েছেন এক বছর কিংবা তার বেশি সময়ের জন্য তাঁরা এই শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন না।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আরও পড়ুন- ইন্টেলিজেন্স ব্যুরোতে আধিকারিক পদে নিয়োগ, শূন্যপদ কত?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


Education Loan Information:

Calculate Education Loan EMI