WBPDCL Technician Apprentices Jobs: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড টেকনিশিয়ান শিক্ষানবিশ পদের জন্য দরখাস্ত আহ্বান করেছে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 27 জুন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা WBPDCL এর অফিশিয়াল ওয়েবসাইট wbpdcl.co.in  এর মাধ্যমে অনলাইনে এখানে আবেদন করতে পারেন।


​WBPDCL Recruitment 2022:​ এখানে শূন্যপদের বিবরণ দেওয়া হল
এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট 60 টি শূন্যপদ পূরণ করা হবে। যার মধ্যে ৩০ টি শূন্যপদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক) ও ৩০ টি পদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং) পদের জন্য রাখা হয়েছে।


WBPDCL Technician Apprentices Jobs: আবেদনকারীর বয়সসীমা


এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর ও প্রার্থীদের সর্বোচ্চ বয়স 20২1 সালের 1 জুন হিসাবে 25 বছর হতে হবে। নিয়োগ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য, প্রার্থীরা অফিশিয়াল সাইটে গিয়ে আবেদন করতে পারেন।


WBPDCL Recruitment 2022: এইভাবে আবেদন করুন


1 পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীরা প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট 
wbpdcl.co.in এ যান।
 
2 এর পরে প্রার্থী হোম পেজে লিঙ্ক ক্যারিয়ার ট্যাবে ক্লিক করুন।


3 এখানে প্রার্থীরা আবেদনপত্র পূরণ করুন


4 এর পরে প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে জমা দিন। 
5 শেষে প্রার্থীরা ভবিষ্যতের রেফারেন্সের জন্য এইসবের একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন।


এই পদে চাকরিপ্রার্থীদের আগামী ২৭ জুনের মধ্যে আবেদন করতে হবে। এই বিষয়ে বিস্তারিত বিবরণ কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি হিসাবে দেওয়া হয়েছে। সেখানেই যাবতীয় রাজ্যের পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশনের এই চাকরি সংক্রান্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা। 


আরও পড়ুন : AAI Jobs 2022: এয়ারপোর্ট অথরিটিতে নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI