Jobs In BARC: ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। BARC Mumbai, GCNEP, Haryana and RMRC Kolkata নার্স, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সাব অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন জানিয়েছে। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, ২০২২। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট www.barc.gov.in -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ১৭ অগাস্ট ২০২২ থেকে শুরু হয়েছে। এই নিয়োগ (BARC রিক্রুটমেন্ট 2022) প্রক্রিয়ার অধীনে মোট ৩৬টি পদে নিয়োগ হবে।
BARC Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখগুলি
অনলাইনে আবেদনের শুরুর তারিখ - ১৭ অগাস্ট
অনলাইনে আবেদনের শেষ তারিখ- ১২ সেপ্টেম্বর
Jobs In BARC: খালি পদের বিবরণ জানুন
নার্স: ১৩টি পদ
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (প্যাথলজি): ২টি পদ
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট): ৮টি পদ
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/সি (মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার): ১টি পদ
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (সিভিল): ৮টি পদ
সাব অফিসার/বি: ৪টি পদ
মোট পদ সংখ্যা: ৩৬টি
BARC Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
নার্স পদে আবেদনকারী প্রার্থীদের নার্সিং ও মিডওয়াইফারিতে তিন বছরের ডিপ্লোমাসহ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও রাজ্য নার্সিং কাউন্সিল থেকে নার্স হিসাবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে।
Jobs In BARC: আবেদনকারীর বয়সসীমা
বিএআরসিতে সাব অফিসার/বি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর। যেখানে অবশিষ্ট পদগুলির জন্য ইনস্টিটিউট সর্বনিম্ন বয়স ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করেছে। সংরক্ষিত ক্যাটাগরিরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
BARC Recruitment 2022: বেতন বিবরণ
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (সিভিল): প্রতি মাসে ৩৫৪০০ টাকা
সাব অফিসার/বি: প্রতি মাসে ৩৫৪০০ টাকা
নার্স/এ: প্রতি মাসে ৪৪৯০০ টাকা
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (প্যাথলজি): প্রতি মাসে ৩৫৪০০ টাকা
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট): প্রতি মাসে ৩৫৪০০ টাকা
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/সি (মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার): প্রতি মাসে ৪৪৯০০ টাকা
Education Loan Information:
Calculate Education Loan EMI