Jobs in Cooch Behar: রাজ্যে ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহারে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে নির্দিষ্ট দিনে সরাসরি ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের।


District Health & Family Welfare Samiti jobs: রাজ্যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহারের CMOH অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ১০ জন জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। জেলা স্তরের AYUSH-এর অধীনে চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। 


Medical Officer jobs: শিক্ষাগত যোগ্যতা 
সব মিলিয়ে মেডিক্যাল অফিসার পদে ৮ জনকে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের মেডিক্যাল প্র্যাকটিশনার বা ডাক্তারি ডিগ্রি থাকার পাশাপাশি  West Bengal Medical Council/ Medical Council of India-র স্বীকৃতি থাকতে হবে। 


Medical Officer jobs : বয়স সীমা
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে আবেদনকারীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।


LOWER DIVISION ASSISTNAT/ GROUP-D: শিক্ষাগত যোগ্যতা 
এই পদে সব মিলিয়ে ২ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। কেবল পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাই এই পদে আবেদন করতে পারবেন।


LOWER DIVISION ASSISTNAT/ GROUP-D: লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। 


District Health & Family Welfare Samiti jobs : কীভাবে করবেন আবেদন ?
চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতার প্রমাণপত্র-সহ আগামী ২৯ ডিসেম্বর সরাসরি (Office of the Chief Medical Officer of Health, Cooch Behar, Lal Bagh Building, Debibari, Cooch Behar-736101) এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। সকাল ১১টায় রাখা হয়েছে রিপোর্টিং টাইম।     


Official website of District Coochbehar — http://coochbehar.nic.in 


আরও পড়ুন: UBKV Recruitment: রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ে চলছে নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ


আরওপড়ুন: Central Railway Jobs: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, কারা করতে পারবেন আবেদন ?


 


Education Loan Information:

Calculate Education Loan EMI