Central Railway Recruitment: রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল রেলওয়ে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে করতে হবে এই আবেদন।
Central Railway Jobs: কোন পদে কী নিয়োগ ?
সব মিলিয়ে ২১টি পদে নিয়োগ করবে সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।স্পোর্টস কোটায় মেধাবী ক্রীড়বিদরাই সুযোগ পাবেন এই চাকরিতে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
Central Railway Recruitment: শিক্ষাগত যোগ্যতা
লেভেল ৩/২ -এর জন্য চাকরিপ্রার্থীদের উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও আইটিআই উত্তীর্ণ হতে হবে। ৫/৪ লেভেলের জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতক হতে হবে। যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়োবসাইটে বিজ্ঞপ্তি দেখে নিতে হবে চাকরিপ্রার্থীদের।
Central Railway Jobs: আবেদেনর ফি কত ?
সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য আবদেনের ফি ৫০০ টাকা রাখা হয়েছে। তবে (SC/ST)-দের জন্য এই আবেদনের ফি ২৫০ টাকা রাখা হয়েছে। অনলাইনে ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন আবেদনের ফি।
Central Railway Recruitment: কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ১৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে https://www.rrccr.com-এ আবেদন করতে হবে। একবার অনলাইনে আবেদনের ফি জমা হয়ে গেলে সিস্টেম জেনারেটেড স্লিপ পেয়ে যাবেন চাকরিপ্রার্থী। প্রার্থীদের প্রামাণ্য নথি হিসাবে এই স্লিপের একটা প্রিন্টআউট বের কর রাখতে হবে।
Official website of Central Railway, Railway Recruitment Cell — https://www.rrccr.com
Education Loan Information:
Calculate Education Loan EMI