Child Welfare Committee Recruitment: কলকাতায় ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্যাফিকিং (DCRT)-র অধীনে শিশু কল্যাণ কমিটির সদস্যপদের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। ১৬টি পদের জন্য অনলাইন আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা DCRT-র কলকাতার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
DCRT Recruitment 2022: কোথায় কত নিয়োগ ?
শিশু কল্যাণ কমিটির সদস্যপদ জেলা:
মুর্শিদাবাদ: ৪জন নেওয়া হবে।
পূর্ব মেদিনীপুর: ৪ জন প্রার্থী নিয়োগ করবে কর্তৃপক্ষ।
পশ্চিম মেদিনীপুর: ৪ জন প্রার্থী
উত্তর ২৪ পরগনা: ৫জনকে নিয়োগ করা হবে এই জেলায়।
Jobs In Kolkata: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে চাকরিপ্রার্থীদের শিশুদের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য বা কল্যাণমূলক ক্ষেত্রে কাজ করার ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা আবেদনকারীর শিশু মনোবিজ্ঞান বা মনোরোগবিদ্যা/ আইন/ সমাজবিজ্ঞান/মানব উন্নয়ন বা আইনের ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
DCRT Recruitment 2022: বয়স সীমা
এই পদে আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৬৭ বছরের মধ্যে হতে হবে। তবে এই ক্ষেত্রে বয়সের ঊর্ধসীমা SC/ST-দের জন্য ০৫ বছর ও OBC-দের জন্য ৩ বছর শিথিল করা হয়েছে।
Jobs In Kolkata: কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ২৭ জুলাইয়ের মধ্যে Directorate of Child Rights & Trafficking (DCRT), Kolkata http://wbcdwdsw.gov.in/ সাইটে আবেদনপত্র পাঠাতে হবে। চাকরিপ্রার্থীদের মনে রাখতে হবে এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। কোনও চাকরিপ্রার্থীর এই ধরনের সংশ্লিষ্ট যোগ্যতার বিষয়ে জানতে আগে সংস্থার অফিশিয়াল ওয়োবসাইট দেখে নিন। নিচে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হল। চাইলে সরাসরি এই লিঙ্কে ক্লিক করে সংস্থার সাইটে যোগাযোগ করতে পারেন।
Official website of Directorate of Child Rights & Trafficking (DCRT) — http://wbcdwdsw.gov.in/
আরও পড়ুন : WBMSC Recruitment: কলকাতা পুরসভায় প্রচুর পদে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI