কলকাতা: জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে জল্পনার অবসান হল। এক ছবিতে অভিনয় করতে চলেছেন দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পরিচালক অভিজিৎ সেনের ছবি 'প্রজাপতি'তে (Prajapoti) দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। আজ সল্টলেকের আইএ ব্লকে শুরু হল ছবির শ্যুটিং। এই ছবিতে দেব, মিঠুন চক্রবর্তী ছাড়াও দেখা যাবে মমতা শঙ্করকে। মৃণাল সেনের ছবি 'মৃগয়া'র পর ৪৬ বছর বাদে ফের একসঙ্গে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে।


শ্যুটিং শুরু দেব ও মিঠুন চক্রবর্তীর ছবি 'প্রজাপতি'র-


চলতি বছরের শুরুতেই আগামী ছবি 'প্রজাপতি'র ঘোষণা করেন টলিউড সুপারস্টার দেব। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেব অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা ফের আসছি ২০২২-এর ২৩ ডিসেম্বর আমাদের স্বপ্নের প্রোজেক্ট নিয়ে।' সেই ছবিরই এবার শ্যুটিং শুরু হল। দেব নিজে তৃণমূল কংগ্রেসের সাংসদ। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য। দুজন দুটো আলাদা রাজনৈতিক দলের কর্মী হওয়ার ফলে কি ছবিতে তার কোনও প্রভাব পড়বে? এই প্রশ্ন একেবারেই মানতে নারাজ 'মহাগুরু'। তাঁর কথায়, রাজনীতি আলাদা জায়গায়। অভিনয় আলাদা জায়গায়। পেশাদার মানুষদের কাছে কোনওভাবেই দুটো এক হতে পারে না।



আরও পড়ুন - Galliyan Returns: পুরনোকে কি টেক্কা দিতে পারল 'গলিয়াঁ রিটার্নস'? কী বলছেন নেটিজেনরা?


প্রসঙ্গত, গত বছরের শেষের দিক থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েই চলেছেন টলিউড অভিনেতা দেব। গতবছর তাঁর জন্মদিনের আগেই মুক্তি পায় 'টনিক'। যে ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন মাতিয়ে রাখে বাংলা ছবির দর্শকদের। ছবিটি শুধুমাত্র প্রশংসিতই হয়নি, তার সঙ্গে বক্স অফিসেও সাফল্য পেয়েছে। করোনা পরিস্থিতির পর সিনেমা হল খোলায় সংক্রমণের আশঙ্কায় দর্শক কতটা সিনেমা হলে আসবেন, তা নিয়ে একটা সংশয় দেখা গিয়েছিল। সিনেমা হলে দর্শক ফেরাতে সমর্থ হয় 'টনিক'। চলতি বছর মুক্তি পায় তাঁর ছবি 'কিশমিশ'। এই ছবিটিও বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছে, তেমনই প্রশংসিতও হয়েছে। এখন দেখার মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের জুটি দর্শককে কতটা মাতিয়ে রাখতে পারে।