Job list for this week: চলতি সপ্তাহে রয়েছে একাধিক বড় সংস্থায় আবেদনের শেষ তারিখ।সরকারি ছাড়াও বড় বেসরকারি কোম্পানির তালিকা রয়েছে সেখানে। SBI, TCS ,Indian Navy সবেতেই করতে পারবেন আবেদন। দেখে নিন, আবেদেনর লাস্ট ডেট।


State Bank Of India: সম্প্রতি সার্কেল বেসড অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক State Bank Of India (SBI)। সব মিলিয়ে ১২২৬টি পদে নিয়োগের ঘোষণা করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। যার মধ্যে ১১০০ রেগুলার ছাড়াও ১২৬টি পুরোনো পদ খালি হয়েছে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থী। এই বিষয়ে বিশদে জানতে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন।


Indian Navy Recruitment: ইন্ডিয়ান নেভিতে স্পোর্টস কোটায় ডেটা এন্ট্রি পেটি অফিসার, সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস (SSR), ম্যাট্রিক রিক্রটস(MR) করা হবে। অ্যাথলিট, বাস্কেটবল প্লেয়ার, বক্সিং, ক্রিকেট, ফুটবল ছাড়াও অন্যান্য খেলার ক্ষেত্র থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।


UPSSC Jobs: সম্প্রতি মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে UPSSC। সব মিলিয়ে ৯২১২ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। এই পদে আগামী ৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। Preliminary Entrance test (PET) পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন কেবল তারাই মেন পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বাছাই চাকরিপ্রার্থীদের ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা বেতন দেওয়া হবে।


Tata Consultancy Service(TCS): কোম্পানির বিজনেস প্রসেস সার্ভিসেস সামলানোর জন্য কর্মী নিয়োগ করবে TCS। BCOM, BBA,BAF,BA, BBI,BBM, BCA, BCS উত্তীর্ণ বা ২০২২-এ উত্তীর্ণ হবেন, এমন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।আগামী ৭ জানুয়ারির মধ্যে এই পদের জন্য আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।


Indian Coast Guard: নাবিক ও যান্ত্রিক পোস্টের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে Indian Coast Guard। ৩২২টি পদে হবে নিয়োগ। কেবল পুরুষ প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। ৪ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারির মধ্যে এই পদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।   


 


Education Loan Information:

Calculate Education Loan EMI