DHFWS Rampurhat Recruitment: রামপুরহাটে মেডিক্যাল অফিসার ছাড়াও আরও অনেক পদে হচ্ছে নিয়োগ।DHFWS রামপুরহাট XV FC (HG) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। মনে রাখবেন, এই কাজ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে যোগাযোগ করতে পারেন। চাকরিপ্রার্থীদের স্বার্থে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ সংক্ষেপে নিচে দেওয়া হল।

Jobs In Rampurhat: মেডিক্যাল অফিসার

এফআরইউ-এর অধীনে পদ ও বিভাগ 05 (02 UR, 02 SC, 01 ST, ) সংখ্যা

বেতন ৬০,০০০ টাকা -১ জানুয়ারি ২০২৩ হিসাবে বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর

মেডিক্যাল অফিসার

পদের সংখ্যা এবং বিভাগ 07 (03 UR, 01 SC, 01 ST, 01 OBC-A, 01 OBC-B )মাসিক বেতন ৬০,০০০ টাকা

১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর

পার্টটাইম মেডিক্যাল অফিসার

পদের সংখ্যা এবং বিভাগ ০১ (ইউআর)

বেতন ২৪,০০০ টাকা১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর

মেডিকেল অফিসার-এনটিইপি

পদের সংখ্যা এবং বিভাগ ০১ (ইউআর)

বেতন ৬০,০০০ টাকা১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর

স্পেশ্যালিস্ট মেডিসিন

পদের সংখ্যা এবং বিভাগ ০১ (ইউআর)বেতন ৩,০০০ টাকা প্রতিদিন, সপ্তাহে তিনবার

১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর

বিশেষজ্ঞ (শিশুরোগ)

পদের সংখ্যা এবং বিভাগ ০১ (ইউআর)

বেতন ৩,০০০ টাকা প্রতিদিন, সপ্তাহে তিনবার

১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর

বিশেষজ্ঞ (চক্ষু বিশেষজ্ঞ)

পদের সংখ্যা এবং বিভাগ ০১(ইউআর)বেতন ৩,০০০ টাকা প্রতিদিন, সপ্তাহে তিনবার

১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর

বিশেষজ্ঞ (G&O)

প্রোগ্রামের নাম XV অর্থ কমিশন স্বাস্থ্য অনুদান

পদের সংখ্যা এবং বিভাগ ০১ (ইউআর)

রামপুরহাট পৌরসভার পলিক্লিনিকে পদ

নির্বাচন প্রক্রিয়া:নির্বাচন পদ্ধতিকে দুটি অংশে ভাগ করা হয়েছে।

1. ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময় ডকুমেন্ট স্ক্রিনিং

2. ভাইভা ইন্টারভিউ। চূড়ান্ত নির্বাচন অ্যাকাডেমিক ডিগ্রি বা ডিপ্লোমা ও ভাইভা ইন্টারভিউ স্কোরের উপর ভিত্তি করে হতে পারে।

কীভাবে আবেদন করতে হবে:যোগ্য আবেদনকারীদের অবশ্যই এখানে যোগাযোগ করতে হবে। “District Level Selection Committee” of the District Health and Family Welfare Samiti, Rampurhat Health District, situated at 0/0 CMOH, MNK Road, Old Outdoor Campus, Kamarpotty More, Rampurhat, Dist. Birbhum, Pin- 731224, W.B.

আরও পড়ুন : Jobs In Bengal: ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছাড়াও আরও পদে নিয়োগ, আবেদন করতে পারবেন এঁরা


Education Loan Information:

Calculate Education Loan EMI