DH&FWS Siliguri Jobs: শিলিগুড়িতে স্বাস্থ্য বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর ও কো-অর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। এই পদের জন্য উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের আগামী ৯ ডিসেম্বর আবেদন করতে হবে।

Jobs In Siliguri: শিলিগুড়িতে ডিস্ট্রিক্ট হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি CMOH এই চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। ২ জন ডেটা এন্ট্রি অপারেটর ও কো-অর্ডিনেটর নিয়োগ করবে কর্তৃপক্ষ। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

CO-ORDINATOR – 01 Postশিক্ষাগত যোগ্যতা- হেলথ কেয়ার ম্যানেজমেন্টে বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন ও এমএস অফিস জানতে হবে চাকরিপ্রার্থীদের।অভিজ্ঞতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ২ বছরের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

DATA ENTRY OPERATOR: 01 Postশিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।এ ছাড়াও এমএস অফিস সুট, ইমেল বা ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনকারীর।অভিজ্ঞতা-এই ক্ষেত্র আবেদনকারীকে সরকারি সেক্টর হলে ৩ বছর ও বেসরকারি ক্ষেত্র হলে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।

কীভাবে হবে প্রার্থী বাছাই ?এই পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে সরাসরি ইন্টারভিউ দিতে হবে। সেখানে বাধ্যতামূলকভাবে কম্পিউটার টেস্ট দিতে হবে আবেদনকারীদের। 

কীভাবে আবেদন করবেন ?চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট সার্টিফিকেট ছাড়াও অভিজ্ঞতার প্রমাণপত্র নিয়ে Siliguri Mahakuma Parishad Building, opposite Bhutia Market, Haren Mukherjee Road, Siliguri-র ঠিকানায় আবেদন সরাসরি ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। আগামী ৯ ডিসেম্বর হবে ইন্টারভিউ। আবেদনকারীদের সকাল ১১টার মধ্যে রিপোর্ট করতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

Official website of District Darjeeling — https://darjeeling.gov.in

Kolkata NIH Recruitment: কলকাতায় হোমিওপ্যাথি ইনস্টিটিউটে চাকরির সুযোগ, জেনে নিন কীভাবে করবেন যোগাযোগ ?

WBPDCL Recruitment 2021: রাজ্যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI