DH&FWS Siliguri Jobs: শিলিগুড়িতে স্বাস্থ্য বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর ও কো-অর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। এই পদের জন্য উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের আগামী ৯ ডিসেম্বর আবেদন করতে হবে।


Jobs In Siliguri: শিলিগুড়িতে ডিস্ট্রিক্ট হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি CMOH এই চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। ২ জন ডেটা এন্ট্রি অপারেটর ও কো-অর্ডিনেটর নিয়োগ করবে কর্তৃপক্ষ। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।


CO-ORDINATOR – 01 Post
শিক্ষাগত যোগ্যতা- হেলথ কেয়ার ম্যানেজমেন্টে বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন ও এমএস অফিস জানতে হবে চাকরিপ্রার্থীদের।
অভিজ্ঞতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ২ বছরের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


DATA ENTRY OPERATOR: 01 Post
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।এ ছাড়াও এমএস অফিস সুট, ইমেল বা ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনকারীর।
অভিজ্ঞতা-এই ক্ষেত্র আবেদনকারীকে সরকারি সেক্টর হলে ৩ বছর ও বেসরকারি ক্ষেত্র হলে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স সীমা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।


কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে সরাসরি ইন্টারভিউ দিতে হবে। সেখানে বাধ্যতামূলকভাবে কম্পিউটার টেস্ট দিতে হবে আবেদনকারীদের। 


কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট সার্টিফিকেট ছাড়াও অভিজ্ঞতার প্রমাণপত্র নিয়ে Siliguri Mahakuma Parishad Building, opposite Bhutia Market, Haren Mukherjee Road, Siliguri-র ঠিকানায় আবেদন সরাসরি ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। আগামী ৯ ডিসেম্বর হবে ইন্টারভিউ। আবেদনকারীদের সকাল ১১টার মধ্যে রিপোর্ট করতে হবে নির্দিষ্ট ঠিকানায়।


Official website of District Darjeeling — https://darjeeling.gov.in


Kolkata NIH Recruitment: কলকাতায় হোমিওপ্যাথি ইনস্টিটিউটে চাকরির সুযোগ, জেনে নিন কীভাবে করবেন যোগাযোগ ?


WBPDCL Recruitment 2021: রাজ্যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI