Assam Rifles Recruitment 2022: আসাম রাইফেলসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে বাছাই প্রার্থীদের। এই নিয়োগের আওতায় টেকনিক্যাল ও ট্রেডসম্যান পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।


Assam Rifles Jobs: আবেদনের তারিখ
এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া 6 জুন 2022 থেকে শুরু হয়েছে। আসাম রাইফেলস টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট ২০২২ র‍্যালি ২০২০ সালের ১ লা সেপ্টেম্বর আয়োজন করা হবে। এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল  13 এপ্রিল । এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ 20 জুলাই 2022।


Assam Rifles Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত জানুন


এই রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে টেকনিক্যাল ও ট্রেডারম্যানের মোট 1380টি পদ পূরণ করা হবে। সেতু ও রাস্তার জন্য 17 টি পদ, কেরানির 287 টি পদ, শিক্ষকের 9 টি পদ, অপারেটর রেডিও ও লাইনের 729 টি পদ, রেডিও মেকানিকের 72 টি পদ, অস্ত্রের 48 টি পদ, ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য 13টি পদ, নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য 100টি পদ , ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য 10 টি পদ, আয়া (প্যারা-মেডিকেল) এর 15 টি পদ ও ওয়াশারম্যানের 80 টি পদ রয়েছে।


Assam Rifles Jobs: শিক্ষাগত যোগ্যতা


বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ অভিযানের আওতায় বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যার জন্য শিক্ষাগত যোগ্যতাও আলাদাভাবে চাওয়া হয়েছে। কিছু পদের জন্য দশম শ্রেণি পাশ বা কোনও পদের জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে।


Assam Rifles Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া


এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের শারীরিক মান পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা, লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষার ভিত্তিতে এই পদগুলিতে নির্বাচন করা হবে।


আরও পড়ুন : ​FCI Recruitment 2022: ফুড কর্পোরেশনে ৫,০০০ পদে নিয়োগ ! অষ্টম-দশম পাশরাও করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI