DMMU Paschim Bardhaman Recruitment 2023 : পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও জেলা গ্রামীণ উন্নয়ন সেল কমিউনিটি রিসোর্স পার্সন (IFC) পদের জন্য একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। ডিএমএমইউ পশ্চিম বর্ধমান নিয়োগ  (Vacancy)সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ বিবরণ নীচে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

DMMU পশ্চিম বর্ধমান নিয়োগ 2023-এর সংক্ষিপ্ত বিবরণসংস্থার নাম: জেলা মিশন ব্যবস্থাপনা ইউনিট এবং জেলা গ্রামীণ উন্নয়ন সেল, পশ্চিম বর্ধমানঅফিসিয়াল ওয়েবসাইট: www.paschimbardhaman.gov.inপদের নাম: কমিউনিটি রিসোর্স পার্সন (IFC)বেতন: 7500/- টাকাশূন্যপদ: 12টিশেষ তারিখ: 11-10-2023

DMMU পশ্চিম বর্ধমান নিয়োগ 2023-এর জন্য শিক্ষাগত যোগ্যতাশিক্ষাগত যোগ্যতা:- অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে যেকোনও স্বীকৃত বোর্ড থেকে 10 তম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

DMMU পশ্চিম বর্ধমান নিয়োগ 2023-এর জন্য নির্বাচন প্রক্রিয়ানির্বাচন প্রক্রিয়া:-

লিখিত পরীক্ষা – আনন্দধারা, কৃষি/খামার জীবিকা সম্পর্কে জ্ঞানরেজোলিউশন খাতা, নগদ খাতা, সঞ্চয় বই, প্রার্থীর SHGS-এর লোন লেজার – পরীক্ষাব্যক্তিগত সাক্ষাত্কার - শুধুমাত্র প্রার্থীরা a & b তে পাস নম্বর পেয়েছেন

ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেকোনও আবেদন প্রত্যাখ্যান করার অধিকার রাখে। সঠিকভাবে পূরণ করা হয়নি বা নির্ধারিত তারিখের পরে আবেদন পাঠালে তা গৃহীত হবে না। কর্তৃপক্ষ যেকোনও সময়ে এই আবেদন বাতিল বা স্থগিত করার অধিকার রাখে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা যেকোনও ধরনের ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার কঠোরভাবে অনুমোদিত নয়।যেকোনওভাবে কোনও ধরনের প্রচার প্রার্থীকে অযোগ্য ঘোষণা করবে।পরীক্ষা সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে নেওয়া হবে। পরীক্ষায় উপস্থিত হওয়ার পরও কোনও পর্যায়ে যোগ্য না হলে যেকোনও প্রার্থীর আবেদন সরাসরি বাতিল করা হতে পারে।

DMMU পশ্চিম বর্ধমান নিয়োগ 2023 এর জন্য গুরুত্বপূর্ণ তারিখ

শুরুর তারিখ:- 26-09-2023শেষ তারিখ:- 11-10-2023

Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে (Kolkata Police) নিয়োগ হচ্ছে। Driver/ Police Driver- এই পদে নিয়োগ করা হবে কলকাতা পুলিশে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। kolkatapolice.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। তবে আজই আবেদন জানানোর শেষ তারিখ। অর্থাৎ ৯ অক্টোবর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হতে চলেছে। মোট ৪১২টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে কলকাতা পুলিশে। 

কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। একটি স্বীকৃতপ্রাপ্ত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। এছাড়াও অতি অবশ্যই থাকতে হবে গ্রহণযোগ্য ট্রান্সপোর্ট লাইসেন্স। এর পাশাপাশি সরকারি কোনও সংস্থা বা আধা সরকারি প্রতিষ্ঠান কিংবা রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কোং- এই জাতীয় সংস্থায় তিন বছর ড্রাইভার বা চালকের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে চাকরির সুযোগ, আজই আবেদনের শেষ তারিখ, কোন পদে নিয়োগ হবে?


Education Loan Information:

Calculate Education Loan EMI