দিল্লি : ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল মার্চের চতুর্থ সপ্তাহে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা স্থগিত হয়ে যায়। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফে জানানো হয়েছিল, ভর্তি সংক্রান্ত নতুন সূচি পরে জানানো হবে। সেই মোতাবেক, কেন্দ্রীয় বিদ্যালয়ে ক্লাস ওয়ানে ভর্তির জন্য পরিবর্তিত ভর্তি-সূচি প্রকাশিত হল। আগামী ২৩ জুন বুধবার লটারি প্রক্রিয়া সংগঠিত করবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। অভিভাবকরা এই সংক্রান্ত বিজ্ঞপ্তি kvsangathan.nic.in-এ দেখে নিতে পারবেন।
এর আগে ২৩ এপ্রিল এই প্রক্রিয়া সংগঠিত হওয়ার কথা ছিল। তবে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাবল্যের কারণে তা স্থগিত করে দেওয়া হয়।
- ভর্তির প্রথম তালিকা বেরোবে ২৩ জুন বুধবার।
- ভর্তির দ্বিতীয় তালিকা বেরোবে ৩০ জুন বুধবার। (কোনও আসন খালি থাকলে )।
- ভর্তির তৃতীয় তালিকা বেরোবে ৫ জুলাই সোমবার। (কোনও আসন খালি থাকলে )।
- এছাড়াও সার্ভিস ক্যাটেগরির ক্রমান্বয় অনুযায়ী অংসরক্ষিত তালিকা ঘোষণা হবে ২ জুলাই থেকে ৬ জুলাইয়ের মধ্যে।
দ্বিতীয় শ্রেণিতে ভর্তির পরিবর্তিত সূচিও জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। ২৪ জুন প্রকাশিত হবে সূচি। ভর্তি প্রক্রিয়া চলবে ২৫ জুন থেকে ৩০ জুন।
ক্লাস ইলেভেন ছাড়া অন্যান্য ক্লাসে ভর্তির শেষ দিন ৩১ অগাস্ট। এছাড়াও ক্লাস ইলেভেনে ভর্তির জন্য বিজ্ঞপ্তির বিষয়টিও জানানো হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাস ইলেভেনে ভর্তির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ক্লাস টেনের রেজাল্ট বেরোনোর দশদিন পর থেকে।
যারা কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী নন, তারা ক্লাস ইলেভেনে ভর্তি হতে চাইলে কিছুদিন অপেক্ষা করতে হবে। ক্লাস টেনের রেজাল্ট বেরোনোর কুড়ি দিন পর, কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে।
ক্লাস ইলেভেনে ভর্তি প্রক্রিয়া শেষ হবে CBSE ক্লাস টেনের ফল বেরোনো থেকে ৩০ দিনের মধ্যে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সঠিকভাবে জানতে kvsangathan.nic.in-এ নজর রাখুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI