Khan Sir Reception: গতকাল সোমবার ২ জুন পাটনায় এক জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করেছিলেন জনপ্রিয় শিক্ষক, ইউটিউবার খান স্যার। অনেকদিন আগেই গোপনে বিয়ে সেরেছিলেন, এবারে হল রিসেপশন। আর সেই রিসেপশনের (Khan Sir Marriage) পার্টিতেই যেন চঁদের হাট। এর আগে ছাত্রদের পড়ানোর সময়েই একটি ব্যক্তিগত বার্তালাপে নিজের বিয়ের কথা ঘোষণা করেছিলেন খান স্যার। এবারে প্রথম সর্বসমক্ষে এলেন খান স্যারের (Khan Sir Wife) নববিবাহিত স্ত্রী। দেখা গেল বহু রাজনৈতিক নেতা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদেরও।
স্বতন্ত্র শিক্ষণ পদ্ধতি, বুদ্ধিদীপ্ত ভঙ্গি আর মজার ছলে পড়ানোর কারণে তুমুল জনপ্রিয় খান স্যার। ইউটিউব ছাড়াও পাটনায় তাঁর অফলাইন ক্লাসে পড়ার জন্যও ভিড় কম নয় শিক্ষার্থীদের মধ্যে। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি চলাকালীনই তাঁর বিয়ে ঠিক হয় এবং পরিবারের নিয়ম মেনে গোপনে একেবারে ব্যক্তিগত স্তরে বিয়ে সেরে ফেলেন তিনি। পরে এক ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের সেই বার্তা দেন খান স্যার এবং জানান যে ২ জুন তাঁর রিসেপশন আয়োজিত হবে পাটনাতে এবং শিক্ষার্থীদেরত জন্য এক মহাভোজের ব্যবস্থা করা হয়েছে আগামী ৬ জুন।
এদিন রিসেপশনের পার্টিতে প্রথম দেখা মেলে কনের। তাঁর পরনে ছিল লাল রঙের এমব্রয়ডারি করা লেহেঙ্গা এবং লাল চোলির ঘোমটায় ঢাকা ছিল তাঁর মুখ। ফলে প্রকাশ্যে তাঁর মুখ দেখা যায়নি। আর অন্যদিকে খান স্যারকে দেখা যায় একেবারে ফর্ম্যাল লুকে, এই বিশেষ অনুষ্ঠানের জন্য একটি কালো স্যুট, গোলাপি রঙের জামা আর একটা লাল রঙের টাই পরে অনেককেই লুকে হার মানিয়েছেন খান স্যার।
খান স্যারের রিসেপশনে উপস্থিত হয়েছিলেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। এদের মধ্যে ছিলেন বিহারের গভর্নর আরিফ মহম্মদ খান, ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী, বিরোধী দলনেতা তেজস্বী যাদব, শিক্ষামন্ত্রী সুনীল কুমার, সুমিত কুমার, নীতীশ মিশ্র সহ আরও বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।
একটি ভিডিয়ো এর মধ্যে ভাইরাল হয়েছে যেখানে বিরোধী দলনেতা তেজস্বী যাদবের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে খান স্যারকে। আরজেডি নেতা তেজস্বী যাদবকে খান স্যার বলেন, 'আপনার থেকেই দ্রুত বিয়ে করে নেওয়ার পদ্ধতিটা শিখেছি।' কিছুদিন আগে পর্যন্তও খান স্যার তাঁর বিয়ের কথা গোপন রেখেছিলেন। মে মাসে বিয়ে করেছিলেন খান স্যার। পরে একটি লাইভ ক্লাস চলাকালীন পড়ুয়াদের বিয়ের খবর দেন খান স্যার।
সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে তাঁকে বলতে শোনা যায় 'আমার বিয়ে আগে থেকেই ঠিক করে দিয়েছিল আমার পরিবার। এই সময়েই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর কারণে নীরবেই বিয়ে করতে হয়েছিল আমাকে। আমার ছোট ভাইয়েরা আমার মায়ের সঙ্গে কথা বলে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমার মায়ের কথা এখানে উপেক্ষা করতে পারিনি।'
Education Loan Information:
Calculate Education Loan EMI