পাটনা: জনপ্রিয় ইউটিউবার এবং শিক্ষক খান স্যার এবার ক্যানসার হাসপাতাল খুলবেন পাটনায় ! রাখির দিনে বড় প্রতিশ্রুতি দিলেন ছাত্র-ছাত্রীদের। এই বছর রাখিবন্ধনের সময় এক ছাত্রীর আবদার মেটাতেই এই প্রতিশ্রুতি দেন খান স্যার। গতকাল রাখির দিনে (Khan Sir) প্রায় ১০ হাজার ছাত্রী তাঁকে রাখি পরিয়েছেন। আর তাদের মধ্যেই একজন ছাত্রী তাঁকে জানান যে তাঁর বাবার অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়েছে এবং এই চিকিৎসা অত্যন্ত খরচ সাপেক্ষ। আর সেই ছাত্রীর আবদার রাখতেই এই সিদ্ধান্ত নেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি জানান যে তাঁর হাতের রাখি খোলার আগেই তিনি দেশের শীর্ষস্থানীয় ১০০ জন ক্যানসার চিকিৎসক ও বিশেষজ্ঞের সঙ্গে তিনি কথা বলবেন কীভাবে কম খরচে দুঃস্থদের ক্যানসারের চিকিৎসা করানো যায় সেই বিষয়ে। খান স্যার জানান যে তিনি কিছুদিনের মধ্যেই ভারত সফরে (Khan Sir) যাবেন এবং ক্যানসার হাসপাতালের নকশা প্রস্তুত করবেন। বোনের রাখা আবদার তিনি যে কোনও মূল্যেই বাস্তুবায়িত করবেন বলেই জানান তিনি।
এই সাক্ষাৎকারে খান স্যার জানান, ‘পাটনায় তথা বিহারে অনেক বড় বড় হাসপাতাল (Khan Sir) হয়েছে, বেসরকারি হাসপাতাল যেমন অ্যাপোলো, ম্যাক্স ইত্যাদি, এখানে চিকিৎসার খরচ অনেক বেশি। তবে যাদের সেই সামর্থ্য আছে তারা সেখানে গিয়ে চিকিৎসা করাবেন। কিন্তু যারা অক্ষম, যাদের দিন আনি দিন খাওয়া অবস্থা তারা কোথায় চিকিৎসা করাবেন ? এর জন্য যা যা করা দরকার আমি করব, কিন্তু আমি এই চিকিৎসা ব্যবস্থা চালু করব। ইতিমধ্যেই ২০০ ডায়ালিসিস মেশিন বসানো হয়ে গিয়েছে আমাদের সেন্টারে। এইমসের এমনও অনেক চিকিৎসক আছেন যারা আমাকে নিজে বলেছেন আমি এখানে ডাক্তারি সেরে দুই ঘন্টার জন্য হলেও সেন্টারে গিয়ে বসব। এই পৃথিবীতে অনেক ভাল লোক এখনও আছেন।’
তিনি আরও জানান যে যারা টোটো-অটো চালান, যারা সবজি বিক্রি করেন, যারা রিক্সা চালান, চা বিক্রি করেন তাদের সারা দিনের রোজগার হয়ত ৫০০ টাকা, সেখানে তারা কীভাবে চিকিৎসার জন্য ৫০০ টাকা খরচ করবেন ? তাই তাদের জন্য খান স্যার (Khan Sir) অনেক কম খরচে চিকিৎসার সুবিধে দেওয়ার চেষ্টা করে চলেছেন। ইতিমধ্যেই ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হয়েছে তাঁর উদ্যোগে। এবার ক্যানসার চিকিৎসার সহজলভ্যতার পথেও হাঁটতে চলেছেন খান স্যার।
Education Loan Information:
Calculate Education Loan EMI