কলকাতা : মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন(KMC)। ১২১টি পদে নিয়োগ করতে চলেছে তারা। আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে হবে এই নিয়োগ। ফুলটাইমের সঙ্গে সঙ্গে রয়েছে পার্ট টাইমের কাজ।
জব সামারি
পদের নাম- মেডিক্যাল অফিসার
নিয়োগের সংখ্যা- ৫০ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করবে কলকাতা পুরসভা।
বেতন কাঠামো- বাছাই করা ব্যক্তিদের মাসে ৬০ হাজার টাকা করে বেতন দেবে পুরসভা।
শিক্ষাগত যোগ্যতা- মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআই স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। সঙ্গে ১ বছরের ইন্টার্নশিপ আবশ্যিক।
আবেদনকারীর বয়সসীমা- চাকরিপ্রার্থীর বয়স ৬২ বছর অতিক্রম করলে চলবে না।
ইন্টারভিউ ও রিপোর্টিং টাইম- আগামী ১৭ মে ইন্টারভিউয়ের দিন। সকাল সাড়ে ১১টার মধ্যে রিপোর্ট করতে হবে আবেদনকারীকে।
ইন্টারভিউয়ের স্থান- রুম নম্বর ২৫৪, সেকেন্ড ফ্লোর পিএমইউ, কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি, ৫ , এসএন ব্যানার্জি রোড, কলকাতা-৭০০০১৩
প্রার্থীদের অবশ্য কলকাতা পুরসভার সাইট থেকে বিস্তারিত জেনে ফর্ম পূর্ণ করতে হবে। সঙ্গে যাবতীয় ডকুমেন্টের প্রামাণ্য নথি জমা করতে হবে।
একই সঙ্গে মেডিক্যাল অফিসার পার্টটাইম পদেও নিয়োগ করছে কলকাতা পুরসভা। জেনে নিন তার জব সামারি
পদের নাম- মেডিক্যাল অফিসার (পার্টটাইম)
পদের সংখ্যা- মেডিক্যাল অফিসার (পার্টটাইম) পদে ৭১ জনকে নিয়োগ করবে কলকাতা পুরসভা।
বেতন কাঠামো- মেডিক্যাল অফিসার (পার্টটাইম) পদের জন্য নিযুক্তকে মাসে ২৪হাজার টাকা বেতন দেবে পুরসভা।
শিক্ষাগত যোগ্যতা- মেডিক্যাল অফিসার পার্টটাইম পদে আবেদনের জন্য প্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআই স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। সঙ্গে ১ বছরের ইন্টার্নশিপ আবশ্যিক।
চাকরিপ্রার্থীর বয়সসীমা- আবেদনকারীর বয়সসীমা ৬২ বছরের ঊর্ধ্বে হলে হবে না।
ইন্টারভিউ ও রিপোর্টিং টাইম- আগামী ২৪ মে ইন্টারভিউয়ের দিন। সকাল সাড়ে ১১টার মধ্যে রিপোর্ট করতে হবে আবেদনকারীকে।
ইন্টারভিউয়ের স্থান- রুম নম্বর ২৫৪, সেকেন্ড ফ্লোর পিএমইউ, কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি, ৫ , এসএন ব্যানার্জি রোড, কলকাতা-৭০০০১৩
Education Loan Information:
Calculate Education Loan EMI