Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভায় প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছাড়াও আর পদে হবে নিয়োগ।সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।


KMC Recruitment: কোথায় আবেদন করা যাবে ?
রাজ্য সরকারের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট ও ডেপুটি অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য www.mscwb.org -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।


Jobs In Kolkata: কোন পদে কত নিয়োগ ?
Sub-Assistant Engineer (Civil) 67
Sub-Assistant Engineer (Electrical) 10
Assistant Analyst 05
Deputy Analyst (Microbiology) 02
Sub-Assistant Engineer (Mechanical) 10


Kolkata Municipal Corporation: বেতন কাঠামো


এই পদে নিযুক্ত চাকরিপ্রার্থীরা ROPA 2019 এর সংশোধিত বেতন ম্যাট্রিক্স অনুযায়ী বেতন পাবেন।


Jobs In Kolkata: আবেদনের বয়সসীমা
এই পদে আবেদনকারীদের বয়সসীমা কোনওভাবেই ৪০ বছর অতিক্রম করলে চলবে না।


KMC Recruitment: আবেদনের ফি


U.R ও O.B.C প্রার্থীদের জন্য আবেদনের জন্য ১৫০ টাকা (প্লাস প্রসেসিং চার্জ) ৫০ টাকা মোট ২০০ টাকাআবদেন রফি রাখা হয়েছে। SC, S.T ও P.W.D প্রার্থীদের কেবল প্রসেসিং চার্জ রুপি ৫০ টাকা দিতে হবে। অন্যান্য রাজ্যের SC/ST/OBC প্রার্থীদের জন্য কোনও ফিতে ছাড় পাওয়া যাবে না।


KMC Recruitment: গুরুত্বপূর্ণ তারিখ


অনলাইনে আবেদন শুরুর তারিখ: 31-03-2023


অনলাইনে ফি জমা ও আবেদনের শেষ তারিখ: 30-04-2023


Jobs In Kolkata: কীভাবে আবেদন করতে হবে


অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। এই বিষয়ে বিশদে জানতে বিস্তারিত বিজ্ঞাপন দেখুন ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন।


শিক্ষানবিশ পদে নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫ হাজার পদে নিয়োগ করা হবে। আবেদনকারীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। centralbankofindia.co.in. এই ওয়েবসাইটে আবেদন করা যাবে।


গতকাল অর্থাৎ ২০ মার্চ থেকে করা যাচ্ছে আবেদন। ৩ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এপ্রিল মাসে অনলাইন পরীক্ষা হবে বলে খবর। কীভাবে করবেন আবেদন? যোগ্যতামান কী? রইল বিস্তারিত


যোগ্যতামানকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা থাকতে হবে। ২০ থেকে ২৮ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।


কীভাবে নির্বাচন? অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া হবে। আবেদনকারীর অবশ্যই থাকতে হবে স্থানীয় ভাষায় জ্ঞান। পাঁচ ভাগে পরীক্ষা হবে। ১, কোয়ান্টিটিভ, জেনারেল ইংলিশ, এন্ড রিজোওনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ, ২, বেসিক রিটেল লাইবিলিটি প্রোডাক্টস, ৩, বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্টস, ৪, বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টস, ৫,বেসিক ইনস্যুরেন্স প্রোডাক্টস।       


ডিসক্লেইমার: নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এই খবর চাকরির পরীক্ষার্থীদের সুবিধার জন্য। নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে দেখে তা অনুসরণ করতে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে।                                  


আরও পড়ুন : Central Bank of India Jobs: ৫ হাজার শিক্ষানবিশ পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কারা করতে পারবেন আবেদন?


Education Loan Information:

Calculate Education Loan EMI