Kolkata Police: প্রকাশ পেল কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার চূড়ান্ত মেধাতালিকা, কীভাবে র‍্যাঙ্ক দেখবেন ?

Kolkata Police Jobs: ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ পেল। দেখে নিন আপনার র‍্যাঙ্ক তালিকায় আছে কিনা।

Continues below advertisement

Job News: কলকাতা পুলিশের কনস্টেবলের পদে নিযুক্ত হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন ? শুক্রবার ৩ তারিখ প্রকাশ পেল সেই পরীক্ষার মেধাতালিকা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নির্বাচিত প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় প্রভিশনালি নির্বাচিত প্রার্থী, অনির্বাচিত প্রার্থী এবং যে সমস্ত প্রার্থীদের ফলাফল স্থগিত রয়েছে, তাঁদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

Continues below advertisement

২০২২ সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষারই ফলাফল প্রকাশ পেল আজ।

কোথায় কোথায় দেখা যাবে ফলাফল

  • ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড-এর অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in –এ দেখা যাবে।
  • অন্যদিকে, কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট kolkatapolice.gov.in –এতেও ফলাফল ও মেধাতালিকা দেখা যাবে।
  • কেউ চাইলে wbpolice.gov.in এই ওয়েবসাইটে গিয়েও মেধাতালিকা ডাউনলোড করে দেখতে পারেন।

কীভাবে ফলাফল দেখবেন

  • প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • সেখানে দেখতে পাবেন 'Announcement of Final Result' ট্যাব আছে, ওতে ক্লিক করে 'Get Details' অপশনে যান।
  • তারপর একটা পিডিএফ ফাইল পাবেন, সেটা ডাউনলোড করুন।
  • পিডিএফ নামানো সময় আপনাকে নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ বসাতে হবে।
  • তারপর সেই পিডিএফে পরীক্ষার্থীর বিবরণ খুঁজে দেখে মিলিয়ে নিন নির্বাচিত প্রার্থীর তালিকায় আছে কিনা।

এছাড়া আর কোথায় দেখা যাবে

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সদর অফিসে এই মেধাতালিকা হার্ডকপি টাঙানো থাকবে। সদর অফিসের ঠিকানা- অরক্ষ ভবন (গ্রাউন্ড ফ্লোর), সিক্সথ ক্রস রোড, ব্লক- ডিজে, সেক্টর ২, সল্টলেক সিটি, কলকাতা – ৭০০০৯১

এই বছরই ২৮ জানুয়ারি কলকাতা পুলিশে SI পদে নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে। সাব-ইন্সপেক্টর/সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র শাখা), সাব-ইন্সপেক্টর (সশস্ত্র শাখা) এবং সার্জেন্ট পদের জন্য প্রাথমিক পরীক্ষা হয়েছে। ১৮ জানুয়ারি প্রকাশ পেয়েছিল পরীক্ষার অ্যাডমিট কার্ড। তবে এখনও এই পরীক্ষার ফলাফল প্রকাশ্যে আসেনি। তবে এরও আগে ৯ অক্টোবর ২০২৩-এ শেষ রেজিস্ট্রেশন হয়েছিল কলকাতা পুলিশে ড্রাইভারের পদে আবেদনের রেজিস্ট্রেশন। এই পদে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে।

বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

আরও পড়ুন: HS History Suggestion 2024: উচ্চ মাধ্যমিকের ইতিহাস হয়ে যাবে সহজ, কোন প্রশ্নে জোর? কীভাবে লিখলে আরও ভাল হবে উত্তর?

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola