Kolkata Police Constable Recruitment: কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের ফলাফল প্রকাশিত, কীভাবে দেখবেন?

চলতি বছর কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগের লিখিত প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল  ৪ জুন। ২০ মে থেকেই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছিল অ্যাডমিটকার্ড। 

Continues below advertisement

কলকাতা: কলকাতা পুলিশের কনস্টেবল পদের ফলাফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আজ ২৭ সেপ্টেম্বর নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করেছে বোর্ড। পরীক্ষার্থীরা  wbpolice.gov.in অথবা prb.wb.gov.in- এ গিয়ে ফলাফল দেখতে পারবেন। লগ ইন-এর বিস্তারিত তথ্য় দিয়ে ওয়েবসাইটে ঢোকা যাবে। এ ক্ষেত্রে আবেদনপত্রের নম্বর, জন্ম তারিখ ও সাল এবং জেলার তথ্য দিয়ে লগইন করতে পারবেন। 

Continues below advertisement

উল্লেখ্য, যাঁরা এই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এর পর আগামী ৬ অক্টোবর তাঁদের ফিটনেস টেস্টের জন্য ডাকা হয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন

ফিটনেস টেস্টের বিজ্ঞপ্তি

এই ফিটনেস টেস্টে পাস করলে এর পর হবে মূল পরীক্ষা। এই সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। সময় মতো প্রার্থীদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।                

চলতি বছর কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগের লিখিত প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ৪ জুন। ২০ মে থেকেই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছিল অ্যাডমিট কার্ড। কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল চলতি বছর শুরুর দিকে। মোট ১,৬৬৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে। লেডি কনস্টেবল পদে চাকরি পাবেন ২৫৬ জন। সবমিলিয়ে মোট ১,৬৬৬ জনকে নিয়োগ করা হবে। উভয়ক্ষেত্রেই হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ারদের জন্য পদ সংরক্ষিত আছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবেন কলকাতা পুলিশে কর্মরত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররা। যে হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররা আবেদন করতে চান, তাঁদের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।                                                   

কীভাবে নিজেদের রেজাল্ট ডাউনলোড করতে হবে তার বিস্তারিত দেওয়া হল

  • Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন
  • Step 2: হোমপেজের "Recruitment
    of Constable & Lady Constable to Kolkata Police 2023." এই অপশনে ক্লিক করুন
  • Step 3: একটি নতুন উইন্ডো খুলে যাবে। এবার আপনার লগইন ডিটেলস দিন। এবং সাবমিট অপশনে ক্লিক করুন। 
  • Step 4: কলকাতা পুলিশের কনস্টেবল পদের রেজাল্ট আপনার স্ক্রিনে খুলে যাবে। 
  • Step 5: এবার ডাউনলোড করে একটি প্রিন্টআউট নিয়ে রাখুন। পরবর্তী সময়ে কাজে লাগতে পারে।  

আরও পড়ুন:  SBI PO 2023: আজই বন্ধ হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবিশনারি অফিসার পদে নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola