রাজকোট: প্রথম দুটো ম্য়াচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আজ তৃতীয় ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে তিন অজি ব্যাটার অর্ধশতরানের গণ্ডি পেরােলেন। ৯৬ রান করলেন মিচেল মার্শ। অল্পের জন্য নিজের সেঞ্চুরি মিস করেন তিনি। ৭৪ রান করেন স্টিভ স্মিথ (Steve Smith) ও ৭২ রান করেন মার্নাস লাবুশেন। ডেভিড ওয়ার্নারও ৫৬ রানের ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি উইকেট নেন বুমরা, ২টো উইকেট নেন কুলদীপ ও একটি করে উইকেট নেন বুমরা ও প্রসিদ্ধ। 


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিংয়ে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দুজনেই এদিন শুরু থেকেই মারমুখি মেজাজে ব্য়াটিং শুরু করেন। ওপেনিং জুটিতে ৭৮ রান বোর্ডে তুলে নেন তাঁরা। ৫৬ রানের ইনিংস খেলে আউট হন বাঁহাতি অজি ওপেনার ওয়ার্নার। তবে এরপর স্মিথের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মার্শ। এদিন ৮৪ বলে ৯৬ রানের ইনিংস খেলেন মার্শ। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান মার্শ। স্মিথ ছন্দে ছিলেন এদিন। তবে ব্যক্তিগত ৭৪ রানের মাথায় সিরাজের বলে লিগেবিফোর হয়ে ফিরতে হয় তাঁকে। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। ৭২ রানের ইনিংস খেলে লাবুশেন আউট হন বুমরার বলে। নিজের ইনিংসে তিনি ৯টি বাউন্ডারি হাঁকান। লোয়ার অর্ডারে ২২ বলে ১৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। একটি বাউন্ডারি হাঁকান অজি অধিনায়ক। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান বোর্ডে তুলে নেয় অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়ার সামনে এই ম্যাচে হৃত সম্মান কিছুটা অন্তত পুনরুদ্ধারের লড়াই। টানা পাঁচ ওয়ান ডে ম্যাচে হেরেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা তিন ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর ভারতের বিরুদ্ধেও দুটি ম্যাচ হেরেছে। এর আগে ২০২০ সালে একবার টানা পাঁচ ওয়ান ডে হেরেছিল অস্ট্রেলিয়া। কাকতালীয় হলেও, সেবারও তারা দক্ষিণ আফ্রিকার কাছে ৩টি ও ভারতের বিরুদ্ধে ২টি ম্যাচ হেরেছিল। বুধবার রাজকোটে হারলে সেই রেকর্ডও ভেঙে যাবে।


ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার ইতিহাস বলছে, এর আগে একবারই টানা ৭ ওয়ান ডে হেরেছিল তারা। ২০১৮ সালে। বুধবার রাজকোটে হেরে গেলে টানা ৬ পরাজয়ের লজ্জা হজম করতে হবে অজ়িদের।