কলকাতা: শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কলকাতা পোর্ট ট্রাস্টের(Kolkata Port Trust) অধীনে এইচআর অফিসার(HR Officers)নিয়োগ করা হবে। আগামী ২৪ নভেম্বর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ।


Kolkata Port Trust Recruitment : এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় সিভি পাঠাতে হবে। মনে রাখতে হবে, এই পদে চুক্তির ভিত্তিতেই চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এইচআর অফিসার পদে সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে বেছে নেওয়া হবে চাকরিপ্রার্থীদের। আবেদনকারীদের সিভি careers.kds@kolkataporttrust.gov.in ইমেলে ২৪ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।


Kolkata Port Trust Recruitment: শিক্ষাগত যোগ্যতা
যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট হওয়া বাধ্যতামূলক। সঙ্গে MBA (HR)-এ পোস্ট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে চাকরিপ্রার্থীর। পাশাপাশি আইনের ডিগ্রি থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে বিশদে জানতে সরাসরি https://www.kolkataporttrust.gov.in-এ যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।   


Kolkata Port Trust Recruitment: প্রার্থীর অভিজ্ঞতা 
চাকরিপ্রার্থীর General Administration, Personnel & Industrial Relations, Human Resource Management-এ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই ক্ষেত্রে Industrial / Commercial / Govt. undertaking-এ কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ।চাকরিপ্রার্থীর কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতাকেও যোগ্যতার মধ্যে প্রাধাণ্য দেওয়া হবে। 


Kolkata Port Trust Recruitment: প্রার্থী বাছাই
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার প্রামাণ্য নথি নিয়ে  KoPT Guest House at 93, Chowringhee Road (Near Exide More), Kolkata – 700020-এ ২৭ নভেম্বর ইন্টারভিউয়ের জন্য আসতে হবে। ইন্টারভিউয়ের সময়ের বিষয়ে https://www.kolkataporttrust.gov.in-এ আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : Kolkata Medical College Recruitment: কলকাতা মেডিক্যাল কলেজে নিয়োগের বিজ্ঞপ্তি, এই দিন আবেদনের শেষ তারিখ 


আরও পড়ুন : Data Entry Operator Recruitment : রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটরের পদ খালি, জেনে নিন আবেদনের যোগ্যতা


Education Loan Information:

Calculate Education Loan EMI