নয়াদিল্লি: বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood) আজ ঘোষণা করলেন যে তাঁর বোন, মালবিকা সুদ (Malvika Sood) পঞ্জাব নির্বাচনে লড়বেন। এই নির্বাচন হওয়ার কথা আগামী বছরের শুরুতে। তবে কোন দলের হয়ে লড়তে চলেছেন মালবিকা, সেই ব্যাপারে কিছু জানাননি সোনু।
করোনা অতিমারীর তাণ্ডবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু। সেই থেকে গরিবের 'মসিহা' হয়ে উঠেছেন তিনি। এদিন চণ্ডীগড় থেকে ১৭০ কিমি দূরে মোগায় এক সাংবাদিক বৈঠকে বোন মালবিকার রাজনীতিতে যোগদানের কথা জানান তিনি। সম্প্রতি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নীর সঙ্গে দেখা করেন সোনু সুদ।
কিছুদিন আগেই গুজব ছড়ায় যে রাজনীতিতে যোগদান করছেন সোনু সুদ। গুজব রটেছিল তিনি ২০২২ সালের বিএমসি ভোটে (BMC elections 2022) লড়বেন। খবর রটতেই সোশাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন গরিবের 'মসিহা' সোনু সুদ। 'দাবাং' অভিনেতা যদিও তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত সমস্ত গুজব খারিজ করে দেন।
তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত একটি ট্যুইটের উত্তর দিয়ে জানিয়েছিলেন, তিনি ভোটে লড়ছেন না। তিনি লেখেন, 'নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।' অর্থাৎ, যা রটছে তা সত্য নয়। তিনি সাধারণ নাগরিক হিসেবেই ভাল আছেন বলে জানান সোনু।
বেশ কিছু সংবাদ মাধ্যম সেই সময় প্রতিবেদন প্রকাশ করে যে, মুম্বই কংগ্রেস ২০২২ সালের বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের মুখ হিসেবে সোনু সুদ, রিতেশ দেশমুখ ও মিলিন্দ সোমনকে চাইছেন। যদিও সেই জল্পনায় জল ঢালেন অভিনেতা নিজেই।