ইন্দোর, মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশের ইন্দোরের একজন সরকারি স্কুলের শিক্ষককে (School Teacher Transferred) স্কুল থেকে বহিষ্কার করা হল। ক্লাস চলাকালীন মোবাইল ফোন বেজে ওঠায় ছাত্রীদের কাছ থেকে ফোন আদায় করার জন্য পোশাক খুলিয়ে তল্লাশি করেন (Strip Searching) সেই শিক্ষক। আর এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই শুক্রবার মধ্যপ্রদেশ প্রশাসন (Madhya Pradesh News) এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়। এই কারণে দ্রুত সেই শিক্ষককে বদলি করে দেওয়া হয়।


সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে, ইন্দোরের বড় গণপতি এলাকায় শারদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ফোন বেজে ওঠায় সেখানকার ৫ ছাত্রীকে শৌচালয়ে নিয়ে গিয়ে বাধ্য করেন পোশাক খোলাতে। সংবাদসূত্রেই জানা যায় যে, ছাত্রীদের অভিভাবকরা এই ঘটনায় মলহারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এমনকী তারা বলেছেন যে তল্লাশির সময় মেয়েদের মারধরও করেছেন সেই শিক্ষক।


মধ্যপ্রদেশের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ অলোক কুমার শর্মা জানিয়েছেন যে সেই শিক্ষকের বিরুদ্ধে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর ভিত্তিতে তদন্ত চলছে। একজন মহিলা পুলিশ অফিসার এই মর্মে সেই ৫ ছাত্রীর বয়ান রেকর্ড করবেন। পিটিআই জানিয়েছে, শারদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ জন ছাত্রীকে পোশাক খুলিয়ে তল্লাশি করা হয়েছে। ছাত্রীদের অভিভাবক সেই স্কুলের শিক্ষিকা জয়া পানওয়ারের বিরুদ্ধে মলহারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলছে। এই বিষয়ে ছাত্রীদের বয়ান রেকর্ড করবেন একজন মহিলা পুলিশ অফিসার।'



ইন্দোরের কালেক্টর নিশ্চিত করেছেন যে তল্লাশির সময় অশালীন আচরণের জন্য সেই শিক্ষিকাকে দ্রুত বদলি করা হয়েছে। সেই শারদা স্কুল থেকে বহিষ্কার করে জেলা শিক্ষা প্রশাসনিক দফতরে নিয়োগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কালেক্টর আশিস সিং।


এরই মধ্যে পশ্চিমবঙ্গে চণ্ডীপুরে একটি স্কুলে নিজে ক্লাসে না গিয়ে অন্য শিক্ষিকাকে দিয়ে কাজ চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল-কর্মী এক শিক্ষকের বিরুদ্ধে। চণ্ডীপুরের ভগবানখালি নতুন প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক স্বপন প্রধানের বিরুদ্ধেই উঠেছে এই অভিযোগ। 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: UGC NET 2024: আবার দিতে হবে NET, পরীক্ষার তারিখ ও সূচি ঘোষণা করল NTA


Education Loan Information:

Calculate Education Loan EMI