কলকাতা: মৃত্যুপুরী ওয়েনাড। কেরলের ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁইছুঁই। এখনও নিখোঁজ ২০০-রও বেশি মানুষ। গ্রামের পর গ্রাম ধসে যাচ্ছে। চারিদিকে শুধুই ক্ষতের চিহ্ন। সেই আবহে সেনা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে। একের পর এক উদ্ধার হচ্ছে মৃতদেহ। আর এই পরিস্থিতিতেই দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন অল্লু অর্জুন (Allu Arjun)।


সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করেছেন অল্লু অর্জুন। সেখানে তিনি লিখেছেন, 'ভূমিধসে কেরলের যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমায় এত ভালবাসা দিয়েছে। আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা দিতে চাই। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য় হবে। কেরলের জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।' সোশ্যাল মিডিয়ায় অল্লু অর্জুনের এই সাহায্যকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। অভিনেতার অনুরাগীরা তাঁকে নিয়ে গর্ববোধ করছেন, সেটাই লিখেছেন সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্সে।


ধস নামার পর ৫ দিন কেটে গিয়েছে। বৃষ্টি কমলেও এখনও ওয়েনাডের মৃত্যুপুরীতে চলছে উদ্ধারকাজ। চুরালমালা ও মুন্ডাক্কাই গ্রামে জোরকদমে চলছে তল্লাশি। কাদামাটি সরালেই বিভিন্ন জায়গায় থেকে মিলছে দেহ এবং দেহাংশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮। এখনও বহু মানুষ নিখোঁজ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ওয়েনাডের পাশে দাঁড়াতে আজ সেখানে যাচ্ছেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও সাকেত গোখলে।


অন্যদিকে, অল্লু অর্জুনের কাজের ক্ষেত্রে, মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি 'পুষ্পা ২'। শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। IANS সূত্রে খবর, পরিচালক সুকুমার এখন সিনেমার কিছু দৃশ্যের পুনরায় শ্যুটিং করতে চাইছেন যাতে ভিএফএক্সের গুণমান আরও উন্নত হয়। দর্শকের দৃশ্যসুখ বাড়াতে, তাঁদের অভিজ্ঞতাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই এই ভাবনা বলে দাবি সূত্রের। 


 






 


আরও পড়ুন: Birendra Krishna Bhadra: যাঁর কণ্ঠে 'মহালয়া' বাঙালির হৃদয়ে, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে ঢুকতে দেওয়া হয়নি আকাশবাণীতে! লিখছেন শুভাশিস


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।