বিষয়- ভৌত বিজ্ঞান


শিক্ষক- অনিন্দ্য দে, হিন্দু স্কুল


কলকাতা: শুরু হতে চলেছে জীবনের প্রথম বোর্ড পরীক্ষা (Madhyamik Exam 2022)। অনলাইন ক্লাসের দিন পেরিয়ে ফের ক্লাসে বসে অফলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ।সারা বছর পড়াশোনা করলেও, শেষ মুহূর্তের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি কেমনভাবে হবে, সেটাও জানাও প্রয়োজন। কীভাবে দুর্বলতা কাটিয়ে ওঠা যাবে? কীভাবে কঠিন প্রশ্ন মোকাবিলা করা যাবে?


৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। মূল ৭টি বিষয়ের মধ্যে রয়েছে ভৌতবিজ্ঞানও। ১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা। এই বিষয়ের মধ্যে রয়েছে পদার্থবিদ্যা এবং রসায়নের মতো দুটি বিভাগ। কীভাবে শেষ মুহূর্তে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেবে, তার সুলুকসন্ধান দিলেন হিন্দু স্কুলের শিক্ষক অনিন্দ্য দে


রসায়নের বিভাগের ক্ষেত্রে



  • ভৌত বিজ্ঞানের এই অংশে নানা ধরনের সমীকরণ লিখতে হয়। রাসায়নিক বন্ধনী, ধাতু, এই ধরনের বিষয়গুলি রয়েছে তার মধ্যে।

  • শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বই পড়ার সঙ্গে সঙ্গে বারবার সমীকরণ গুলো লিখতে হবে। দু-চারবার নিজে চেষ্টা করে যদি না হয়, সেক্ষেত্রে আবার বইটা একটু দেখে নিয়ে ফের লেখার চেষ্টা করতে হবে।

  • রাসায়নিক সমীকরণের বেশ কিছু অঙ্ক থাকে। সেই অঙ্ক গুলোর জন্যও সমীকরণগুলো লিখতে হয়। পরীক্ষার খাতায় সমীকরণগুলো লিখে ক্যালকুলেশন দেখিয়ে দিলে ভাল হয়।

  • রসায়ন বিভাগের ক্ষেত্রে অনেক সময় ব্যাখ্যামূলক উত্তর চাওয়া হয়। যেখানে যতটা প্রয়োজন সমীকরণ দেওয়া বাঞ্ছনীয়।

  • পর্যায় সারণী অংশটা শেষ মুহূর্তে অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে। বিভিন্ন রাসায়নিক পদার্থের ধর্মগুলোর যে পরিবর্তন, এটা পর্যায় বরাবর বা সারণী বরবার এগোতে থাকলে কেমন হবে, এটা খুব গুরুত্বপূর্ণ।


পদার্থবিদ্যা বিভাগের ক্ষেত্রে



  • আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই অংশের ক্ষেত্রে উত্তর লেখার সময় প্রশ্নে চাওয়া হোক বা না হোক, অবশ্যই যেন ছোট করে ছবি এঁকে দেয়। তাহলে পরীক্ষকের ক্ষেত্রেও বোঝার সুবিধা হয় যে ছাত্র বুঝেই লিখছে। খুব সুন্দর করে না আঁকলেও অত্যন্ত আঁকাটা যেন পরিষ্কার হয়।

  • আর যে কোনও ক্ষেত্রেই ছবি মানেই লেভেল ডায়াগ্রাম। কোনটা কোন অংশ সেটা লিখে দেওয়া বাধ্যতামূলক।

  • তড়িৎ যে অংশ থাকে তার ক্ষেত্রে যে প্রয়োজন সেখানে সার্কিট ডায়াগ্রাম এঁকে দিলে ভাল হয়।

  • কিছু কিছু অঙ্ক থাকে এই বিভাগে। এক্ষেত্রে স্টেপ মার্কিং আছে।

  • কীভাবে স্টেপ মার্কিং পাবে?

  • প্রশ্নে যে ডেটাগুলো থাকে, সেগুলো কপি করতে হয়। ঠিক ইউনিট দিয়ে। সরাসরি অঙ্ক শুরু না করে, কোন ফর্মুলা ব্যবহার করা হচ্ছে, সেটা লিখে অঙ্ক করা উচিত।

  • অনেক সময় মাঝখানে ক্যালকুলেন করে, তাতে ভুল হওয়ার আশঙ্কা থাকে। সেটা না করে একদম শেষ পর্যায়ে ক্যালকুলেশন করা উচিত।

  • অঙ্কের ক্ষেত্রে সঠিক একক দিয়ে উত্তর লিখতে হবে।


পরীক্ষার খুঁটিনাটি


মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে ক্যালকুলেটর প্রয়োজন হয় না। কেউ ব্যবহার করতে চাইলে নন প্রোগ্রামেবল সায়েন্টেফিক ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে। যে কোনও উত্তরের সঙ্গে  ছবি আঁকা থাকলে তা পরীক্ষার্থী সম্পর্কে পরীক্ষকের ইতিবাচক মনোভাব তৈরি করে। সবার হাতের লেখা সুন্দর না হলেও পরীক্ষার খাতা যেন পাঠযোগ্য় হয় সেদিকে একটু নজর দিতে হবে। খাতার দুদিকে এক ইঞ্চি করে মার্জিন রাখা হয় এবং খাতা যেন পরিষ্কার হয়।


লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র। বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা।


আরও পড়ুন: Madhyamik Exam 2022: নম্বর উঠবে কোন উপায়ে, আসতে পারে কী কী প্রশ্ন, মাধ্যমিক বাংলা পরীক্ষা নিয়ে খুঁটিনাটি জানালেন শিক্ষিকা


Education Loan Information:

Calculate Education Loan EMI