কলকাতা: আগামী ২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এবার পরীক্ষায় বসবে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী।  


তার আগে মাধ্যমিক (Madhyamik Exam Rules) পরীক্ষা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সেই বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্রের (Exam Centre) ইনভিজিলেটরদের একটি নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে তাঁরা যেন প্রশ্নপত্র বিলি করার আগে পরীক্ষার্থীদের একটি বিষয় স্পষ্ট করে বুঝিয়ে বলেন। কী বোঝানোর কথা বলা হয়েছে?


প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকনো রয়েছে। কেউ পাতার ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তুলেছে। তা জানা গেলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা সেই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে- এমনটাই পরীক্ষার্থীদের বুঝিয়ে বলার জন্য পরীক্ষা হলের গার্ডদের বলা হয়েছে। পরপর কয়েক বছর ধরে বারবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ছবি বাইরে এসেছে। বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সেটি আটকাতেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


পাশাপাশি পরীক্ষার্থীদের প্রতিও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, মাধ্য়মিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে করা যায় তার জন্য নিরলস পরিশ্রম করছে পর্ষদ এবং রাজ্য প্রশাসন। এই বছরের মাধ্যমিক পরীক্ষায় আদর্শ পরিচালন পদ্ধতি অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পর্ষদকে জানানো হয়েছে- এমনটাই বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।


বিশেষ অনুরোধ:
পরীক্ষার কেন্দ্রে (Exam Hall) যাতে নিষিদ্ধ কোনও বস্তু না নিয়ে যাওয়া হয় তার জন্য আবেদন করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। নিষিদ্ধ বস্তু পাওয়া গেলে পরীক্ষা বাতিলের মতো কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে মোবাইল এবং নিষিদ্ধ কোনও বস্ত নিয়ে পরীক্ষাকেন্দ্রে না ঢুকতে পারে তার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে। 


পরিবর্তিত সময়সূচি:
এই বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে (Madhyamik Exam Time) কিছু পরিবর্তন করা হয়েছিল। সকাল সাড়ে আটটায় খোলা হবে পরীক্ষাকেন্দ্রের গেট। সকাল নটা বেজে ৪৫ মিনিটে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিলি করা হবে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রের উপরে লেখা সিরিয়াল কোড পরীক্ষার্থীকে অ্য়াটেনডেন্স সই করার সময় নির্দিষ্ট জায়গায় লিখতে হবে এবং উত্তরপত্রের উপরেও লিখতে হবে। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।    


প্রয়োজনে যোগাযোগ:
পরীক্ষার্থীদের কথা ভেবে, বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের পরীক্ষা বিভাদের সঙ্গে যোগাযেগের ই-মেল আইডি হল examwbbse@gmail.com
প্রয়োজনে যোগাযোগ করা যাবে পর্ষদের কন্ট্রোল রুমে। নম্বরগুলি হল, 033-2359-2277, 2321-3844 
উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর হল 9147135748.
পাশাপাশি, বর্ধমান আঞ্চলিক অফিস 9147135747
এবং মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর হল 9147135752


আরও পড়ুন: আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন


Education Loan Information:

Calculate Education Loan EMI