কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : করোনা আবহে কমল সিলেবাসে মাধ্যমিক। ২০২২-এ মাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ কমছে মাধ্যমিকের সিলেবাস, এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সাতটি আবশ্যিক বিষয় আছে, সেই সব বিষয়েই কমছে সিলেবাসের ভার। পাশাপাশি নম্বর বিভাজন কীভাবে হবে তারও তবে কবে, কীভাবে পরীক্ষা, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, করোনা আবহের কথা মাথায় রেখে চলতি বছর যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, তাও একইভাবেই কম সিলেবাসে হয়েছিল।
মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ঠিক কী হবে, তা নিয়ে বৈঠক হয়, যেখানে সিদ্ধান্ত হয়েছে, চলতি বছরের মতোই পরের শিক্ষাবর্ষেও কম সিলেবাসেই হবে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে আইএসসি, সিবিএসই, আইসিএসই, এমনকি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও আগামী শিক্ষাবর্ষে ঠিক কতটা কম সিলেবাসে পরীক্ষা হবে তার বিস্তারিত বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল মাধ্যমিকও।
করোনা পরিস্থিতির জেরে এখনও স্কুল বন্ধ। বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাস চলছে অনলাইনে। বাড়িতেই পঠনপাঠন করছে অধিকাংশ পড়ুয়া। সেই কথা মাথায় রেখেই এখন থেকেই পরবর্তী মাধ্যমিকের জন্য সিলেবাস কমানোর বিষয় জানিয়ে রাখল মধ্যশিক্ষা পর্ষদ। তবে প্রত্যেক বছর রাজ্যের এক বড় সংখ্যক পড়ুয়াই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে। প্রায় এগারো লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে প্রত্যেক বছর। প্রথম ভাষায় দ্বিতীয় ভাষা, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই সাতটি আবশ্যিক বিষয়ে পরীক্ষা দিয়ে হয় পরীক্ষার্থীদের। সেই সাতটি বিষয়ের ক্ষেত্রেই ৩০ থেকে ৩৫ শতাংশ করে সিলেবাস কমানোর কথা জানানো হয়েছে।
সিলেবাসের ঘোষণা হয়ে গেলেও আপাতত সবথেকে বড় যে প্রশ্ন, তা হল স্কুল কবে খেলে খুলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতির দিকে দেখে নজর রাখা হচ্ছে। আপাতত সকলেরই শঙ্কা কোভিডের তৃতীয় ঢেউ ঘিরে। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে পুজোর পর স্কুল খুলে দেওয়ার ভাবনা চিন্তাই রয়েছে রাজ্য সরকারের।
Education Loan Information:
Calculate Education Loan EMI