IAS Life Story: সম্প্রতি সারা দেশ জুড়ে সাড়া ফেলেছে বিধু বিনোদ চোপড়ার ছবি '12th Fail'। মনোজ কুমার শর্মা আর শ্রদ্ধা যোশীর প্রেম আর একজন সামান্য দ্বাদশ ফেল গ্রামের ছেলের আইপিএস হয়ে ওঠা মনোজের জীবনসংগ্রামের ছবি এই '12th Fail'। বাস্তব কাহিনির উপর নির্মিত এই ছবিতে মনোজের পাশাপাশি মনোজের সাফল্যের কাণ্ডারি হিসেবে অনেকেই নজর করেছেন পাণ্ডেকে। তিনি না থাকলে মনোজের তো দিল্লি আসাই হত না। ছবি দেখে জীবনের একই ঘটনার কথা স্মরণ করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ (IAS Awanish Sharan)।


৯ জানুয়ারি মঙ্গলবার এক্স হ্যান্ডলে এক দীর্ঘ পোস্টে অবনীশ শরণ (IAS Awanish Sharan) লেখেন, 'প্রত্যেক সফল মানুষের পিছনে একজন পাণ্ডে থাকেন।' তারপর নিজের জীবনের ঘটনার কথা ভাগ করে নেন অবনীশ। কীভাবে তিনি নিজেও খুঁজে পেয়েছিলেন তাঁর এমনই এক পাণ্ডেকে। পোস্টে আইএএস অবনীশ লেখেন, 'মুখার্জিনগরে একটা ঘরের জন্য যখন হন্যে হয়ে ঘুরে মরছি আমি, ঠিক সেই সময় একটি কোচিং ক্লাসে আমার দেখা হয় দেবের সঙ্গে। সে তাঁর ফ্ল্যাটেই আমার জন্য একটা থাকার ঘরের বন্দোবস্ত করে দেয়। মেন এক্সামের সময় আমার যখন ১০৩-১০৪ জ্বর, আমার পরীক্ষা দেবার কোনও ক্ষমতাই নেই তখন; দেবই একটা অটোয় করে আমাকে পরীক্ষা হলে নিয়ে যেত সঙ্গে করে। এমনকী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ঢোলপুর হাউজের বাইরে দাঁড়িয়ে থাকত। তারপর আমায় নিজে হাতে খাইয়ে দিত।'



বোঝাই যায় নিজের জীবনের সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন ছবির (12th Fail) কাহিনির। বলা ভাল মনোজ কুমার শর্মার মতই এই 'পাণ্ডে'কে খুঁজে পেয়েছেন অবনীশ (IAS Awanish Sharan)। তিনি আরও লেখেন, '৪ মে আমার যেদিন পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে, আমার পাণ্ডে আমার সঙ্গেই ছিল। আমার পরিবারের লোকজন আমার ফলাফল নিয়ে ততটাও চিন্তিত ছিলেন না। কিন্তু সেই পাণ্ডে, আমার বন্ধু ঐ সময় আমার পাশে ছিল'।


এর আগে আরেকটি পোস্টে ছবির শেষ দৃশ্যের ক্লিপিংস শেয়ার করে অবনীশ শরণ লিখেছিলেন, 'এটা শুধু আপনার একার ফলাফল নয়, সেইসব পরীক্ষার্থীদের সংগ্রামের ফলাফল যারা জীবনের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও UPSC পরীক্ষায় বসার সাহস অর্জন করেছে।' উল্লেখ্য তাঁর এই পোস্টে কমেন্ট করেন মনোজ কুমার শর্মার চরিত্রাভিনেতা বিক্রান্ত মেসি



 


আরও পড়ুন: IPS Success Story: দু'বারের চেষ্টায় পেরোতে পারেননি প্রথম ধাপও, হাল ছাড়েননি IPS আশনা


Education Loan Information:

Calculate Education Loan EMI