Private Jobs In India: মাল্টিন্যাশনাল কোম্পানি মাইক্রোসফট কাস্টমার সাকসেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, বিজি লিড সারফেস ও ন্যাশনাল সিকিউরিটি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। নিয়োগের পরে কর্মীরা কোম্পানির পক্ষ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম মোডে কাজ করার সুবিধা পাবেন। 

Customer Success Account Management IC4: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট প্ল্যানিং, ডেলিভারি এক্সিকিউশন সংক্রান্ত কাজের জন্য ইঞ্জিনিয়ারিং, আইটি, বিজনেস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রিধারী বা মাস্টার্স থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রার্থীরা মাস্টার্স ডিগ্রির সঙ্গে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকলে সলিউশন ডেলিভারি, প্র্যাকটিস ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ার, আইটি, বিজনেস সম্পর্কিত ক্ষেত্রে স্নাতক ডিগ্রি তারপর ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এই পদের জন্য বাছাই করা হবে।আবেদন করুন- https://bit.ly/3JDs5Zq 

BG Lead Surface: প্রোডাক্ট অ্যাডভোকেসি, বিজনেস ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি প্ল্যানিং, বিজনেস ডেভেলপমেন্টের দায়িত্ব সামলাতে বিজনেস, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সহ কমপক্ষে ৮ বছরের মার্কেটিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের সন্ধান করছে মাইক্রোসফট। সেলস, বিজনেস প্ল্যালিং, ইত্যাদি পদে আবেদন করুন এই ঠিকানায়- https://bit.ly/3BPtdap 

National Security Officer: ন্যাশনাল সিকিউরিটি অফিসার মাইক্রোসফটের সি-স্যুট এক্সিকিউটিভস ও সিনিয়র সরকারি প্রতিনিধিদের সঙ্গে সাইবার সিকিউরিটি ব্যাবস্থা ডেভেলপ করতে ও মাইক্রোসফটের সিকিউরিটি কৌশল সম্পর্কে সকল স্টেকহোল্ডারদের অবহিত করার জন্য ন্যাশনাল সিকিউরিটি অফিসারের পদে নিয়োগ করবে কোম্পানি। ক্লাউড, আর্টিফিসিযাল ইনটেলিজেন্সের মতো প্রযুক্তি ক্ষেত্রের প্রবণতাগুলির সাথে আপডেট রাখার পাশাপাশি আইটি ক্ষেত্রে ডিগ্রি ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।আবেদন করুন এই ঠিকানায়- https://bit.ly/3dbgYe4 

Google India:তবে শুধু মাইক্রোসফট নয়। ভারতে প্রচুর নিয়োগের পথে হাঁটছে গুগলও। শীঘ্রই শিক্ষানবীশ পদে নিয়োগ করবে কোম্পানি। জেনে নিন, কোথায় কীভাবে হবে নিয়োগ।গুগল ব্যাঙ্গালোর ও হায়দরাবাদে কম্পিউটার সায়েন্সের কলেজ ছাত্রদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করেছে। (Google Internship 2023) সালের জানুয়ারিতে উইন্টার ইন্টার্নশিপ (সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন, উইন্টার 2023) ও মে-জুন 2023-এ সামার ইন্টার্নশিপ (সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন, সামার 2023) চালাবে, যাতে সব ইন্টার্ন (Google Intern)ও বৃত্তি বা স্টাইফেন পাবে।

Google Winter Internship 2023: গুগল শীতকালীন ইন্টার্নশিপ কবে হবে ?

গুগলের শীতকালীন ইন্টার্নশিপ প্রোগ্রামে কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক, স্নাতকোত্তর বা ডুয়াল ডিগ্রি প্রোগ্রামের শেষ বছরের শিক্ষার্থীদের শিক্ষানবীশ হিসাবে নেবে। মনে রাখবেন, যে সব শিক্ষার্থীরা কম্পিউটার বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করছেন ও যাদের কোর্স 2023 সালে শেষ হবে, তারা এর জন্য অনলাইনে আবেদন করতে পারেন।

Google Internship: ইন্টার্নশিপের সময়কাল: ইন্টার্নশিপ ২২-২৪ সপ্তাহ ধরে চলবে।

ইন্টার্নশিপের স্থান: ব্যাঙ্গালোর, হায়দরাবাদ

Visva Bharati Recruitment: বিশ্বভারতীতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এই দিনের মধ্যে করতে হবে আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI