নয়াদিল্লি: প্রচুর পদ খালি। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিরক্ষ মন্ত্রক (Ministry of Defence Recruitment 2021)। ASC Centre নর্থ ও সাউথ মিলিয়ে বিভিন্ন পদে নিয়োগ করবে প্রতিরক্ষা মন্ত্রক। গত ২৮ অগাস্ট এমপ্লয়মেন্ট নিউজে চাকরির বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে।
Ministry of Defence Recruitment 2021
চাকরির সারাংশ- চাকরির বিজ্ঞপ্তি জারি হওয়ার ২১দিনের মধ্যে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। প্রতিরক্ষা মন্ত্রকের ASC সেন্টারে সব মিলিয়ে ৪০০ পদে কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে কত নিয়োগ ?ASC Centre (North)
১ সিভিল মোটর ড্রাইভার(কেবল পুরুষ) ১১৫ জন (UR-৫০, SC-৩, ST-২৯, OBC-২২, EWS-১১)
২ ক্লিনার - ৬৭ জন (UR-২৩, SC-২, ST-১৪, OBC-২২, EWS-৬)
৩ কুক - ১৫ (ST-৬, OBC-৮, ESM-১)
৪ সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাকটর -৩ (SC-১, ST-১, OBC-১)
ASC Centre (South)
১ লেবার (কেবল পুরুষ কর্মী)-১৯৪জন (UR-৭৭, ST-৫৪, OBC-৪৩, EWS-১৯)
২ MTS (সাফাইওয়ালা)পুরুষদের অগ্রাধিকার - ৭ (UR-৩, OBC-৪)
বেতন কাঠামো ASC Centre Group C Salary:
১ সিভিল মোটর ড্রাইভার-১৯৯০০টাকা + ডিএ ও অন্যান্য সুবিধা
২ ক্লিনার- ১৮০০০টাকা + ডিএ ও অন্যান্য সুবিধা
৩ কুক- ১৯৯০০টাকা + ডিএ ও অন্যান্য সুবিধা
৪ সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাকটর- ১৯৯০০টাকা + ডিএ ও অন্যান্য সুবিধা
৫ এমটিএস - ১৮০০০টাকা + ডিএ ও অন্যান্য সুবিধা
৬ লেবার- ১৮০০০টাকা + ডিএ ও অন্যান্য সুবিধা
শিক্ষাগত যোগ্যতা(Eligibility Criteria for ASC Centre Group C Posts)
এই সব পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতেই হবে। তবে তা ছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা চাকরিতে অগ্রাধিকার দেবে। এই বিষয়ে বিশদে জানতে অবশ্যই চাকরিপ্রার্থীদের এমপ্লয়মেন্ট নিউজে ২৮ অগাস্টের বিজ্ঞপ্ত দেখতে হবে।
বয়স সীমা (ASC Centre Group C Age Limit)
১ সিভিল ক্যাটারিং ইনস্ট্রাকটর, ক্লিনার, কুক, ট্রেডসম্যান লেবার, লেবার অ্যান্ড এমটিএস (সাফাইওয়ালার)ক্ষেত্রে(১৮-২৫)বছর
২ সিভিল মোটর ড্রাইভার ১৮-২৭ বছর।
কীভাবে হবে প্রার্থী বাছাই ? (Selection Process for ASC Centre Ministry of Defence)
এই ক্ষেত্রে ফিজিক্যাল, প্র্যাকটিক্যাল ও লিখিত পরীক্ষার মাধ্যমে হবে প্রার্থী বাছাই।
কীভাবে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীকে ?(How to Apply for ASC Centre Ministry of Defence
Recruitment 2021?)
আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের একটা খামে নিজের সম্পর্কে বিস্তারিত প্রামাণ্য নথি দিয়ে লেবার ও এমটিএস সাফাইওয়ালার জন্য To The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South) – 2 ATC, Agram Post, Bangalore -07 ঠিকানায় আবেদন করতে হবে।
একইভাবে অন্য পদগুলির জন্য To The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (North) – 1 ATC, Agram Post, Bangalore -07 এই ঠিকানায় আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। বিজ্ঞপ্তির মধ্যে একটা ফর্মের ফরম্যাট দেওয়া রয়েছে। যা দেখে বিস্তারিত জমা দিতে হবে
আবেদনকারীদের।
Education Loan Information:
Calculate Education Loan EMI