কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মাধ্যমিকের নজরদারিতে এবার মোবাইল অ্যাপ (Mobile App)। কেন্দ্রীয়ভাবে অ্যাপের মাধ্যমে পরীক্ষায় নজরদারি।


কী দেখা হবে?
প্রশ্ন কখন এল, কখন খোলা হল প্রশ্নপত্রের প্যাকেট? পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য অ্যাপের মাধ্যমে পাবে পর্ষদ। কীভাবে অ্যাপের ব্যবহার? বৈঠক ডেকে বিজ্ঞপ্তি দিল পর্ষদ। ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madyamik Exam)।


আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। কবে কোন পরীক্ষা?


মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী, 



  • আগামী বছর ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা

  • দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি

  • ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে

  • জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি

  • ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা

  • ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে

  • ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।


এরই মধ্যে রাজ্যে একটি উপনির্বাচনের জন্য দিনবদল হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার। ৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ওই ২৭ ফেব্রুয়ারি রয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। পর্ষদের নোটিসে বলা হয়েছে, 'বৃহত্তর জনস্বার্থে' উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হয়েছে। একটি নোটিস জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেখানে জানান হয়েছে, ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ হবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা।                     


মাধ্যমিক নিয়ে চিন্তার শেষ থাকে না পরীক্ষার্থীদের। কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কোন ধরনের প্রশ্নের আগে উত্তর লেখা উচিত...নানা বিষয়ে মনে একরাশ প্রশ্ন থাকে। পরীক্ষার্থীদের সামগ্রিক সেই সমস্যা নিয়ে হিন্দু স্কুলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে কাউন্সেলিং। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পরিচালনায় সরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের উপর কাউন্সেলিং হয়। বিভিন্ন বিষয়ের ১৫ জন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থীর সাতটি বিষয়ে কাউন্সেলিং করিয়েছিলেন।                                           


কড়া পর্ষদ:
মাধ্যমিকে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে রেজাল্ট পাবে না পরীক্ষার্থী । মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া সিদ্ধান্ত পর্ষদের।পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সচেতন করার পরামর্শ শিক্ষকদের। পরীক্ষার (Exam) আগে এবং শেষে তুলতে হবে ছবি। ভাঙচুরের ঘটনা ঘটলে জানাতে হবে পর্ষদকে।


আরও পড়ুন: ২০১৬-র প্রাথমিকের নিয়োগে যারা ইন্টারভিউ নিয়েছিলেন, তাদের হাজিরার নির্দেশ হাইকোর্টের


Education Loan Information:

Calculate Education Loan EMI