নয়াদিল্লি: উচ্চশিক্ষায় এবার বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি বিলে অনুমোদন দিয়েছে, যাতে বলা হয়েছে, পৃথক সংস্থার পরিবর্তে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটিই নিয়ন্ত্রক সংস্থা থাকবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC), সর্বভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদ (AICTE) এবং জাতীয় শিক্ষক প্রশিক্ষণ পর্ষদের (NCTE) পরিবর্তে একটিই নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে, যাদের দ্বারা দেশে উচ্চশিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। (Viksit Bharat Shiksha Adhikshan Bill)
দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে একটি মাত্র নিয়ন্ত্রক সংস্থাকে আনার কথা আগেই বলা হয়েছিল জাতীয় শিক্ষা নীতিতে (NEP). এবার সেই প্রস্তাব কার্যকর করার পথে হাঁটছে কেন্দ্রের মোদি সরকার। আগে ওই বিলটির নাম রাখা হয়েছিল Higher Education Commission of India (HECI). নতুন বিলটির নাম রাখা হয়েছে ‘বিকশিত ভারত শিক্ষা অধিক্ষণ বিল’। বলা হয়েছে, নতুন নিয়ন্ত্রক সংস্থাটির তিনটি প্রধান ভূমিকা থাকবে, উচ্চশিক্ষা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ, উচ্চশিক্ষার স্বীকৃতি প্রদান এবং উচ্চশিক্ষার পেশাগত মান নির্ধারণ। (Higher Education in India)
তবে টাকাপয়সা সংক্রান্ত কোনও ক্ষমতা থাকবে না তাদের হাতে। অর্থাৎ কোথায় কত অর্থ বরাদ্দ হবে, কত খরচ হবে, সেই সংক্রান্ত সব ক্ষমতা ন্যস্ত থাকবে প্রশাসনের হাতে, সংশ্লিষ্ট মন্ত্রকের হাতে। কিন্তু উচ্চশিক্ষা ব্যবস্থাকে একটি অর্থনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে কেন? কেন্দ্রের যুক্তি, “স্বার্থের সংঘাত এড়াতেই এই বিভাজন, এতে সবদিক সামলাতেও হবে না, আবার নিয়ন্ত্রক সংস্থার অন্দরে স্বচ্ছতাও বজায় থাকবে।”
২০২১ সালে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার সময় থেকেই উচ্চশিক্ষা ব্যবস্থাকে একটি নিয়ন্ত্রক সংস্থার অধীনে এনে ফেলতে উদ্যোগী হয় কেন্দ্র। জাতীয় শিক্ষা নীতি ২০২০-তেও সেটির উল্লেখ ছিল। তবে নয়া প্রস্তাবটি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেলেও, মেডিক্যাল কলেজ এবং ল কলেজের উপর তাদের নিয়ন্ত্রণ থাকবে না বলেই জানানো হয়েছে।
বর্তমানে দেশে কারিগরি শিক্ষা ব্যাতীত বাকি উচ্চশিক্ষা বিভাগের তদারকি করে UGC. কারিগরি শিক্ষা বিভাগের তদারকির দায়িত্বে রয়েছে AICTE. NCTE শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত বিভাগের কাজকর্ম তদারকি করে। এই তিনটি সংস্থার পরিবর্তে একটি মাত্র নিয়ন্ত্রক সংস্থা গঠন করার পথে কেন্দ্র।
Education Loan Information:
Calculate Education Loan EMI