NBT Recruitment: ন্যাশনাল বুক ট্রাস্টে চাকরির সুযোগ। এবার এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে সংস্থা। ১৬টি পদে করা হবে এই নিয়োগ। ন্যাশনাল বুক ট্রাস্ট মূলত সারা দেশে বই প্রকাশ ও বইয়ের প্রোমোশনের (National Book Trust) জন্য নিয়োজিত একটি সংস্থা। এবারে ম্যান পাওয়ার এজেন্সির মাধ্যমে এই নিয়োগ (Recruitment News) করতে চলেছে এই সংস্থা। তবে এই চাকরি কোনো স্থায়ী চাকরি নয়। চুক্তির ভিত্তিতে করা হবে এই নিয়োগ। প্রাথমিকভাবে ১১ মাসের মেয়াদের জন্য এই নিয়োগ করা হবে বলে জানিয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট।
এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মূলত আঞ্চলিক ভাষা, ইংরেজি ও হিন্দি ভাষার জন্য শূন্যপদ রয়েছে। ১৬টি শূন্যপদের মধ্যে অসমিয়া, বাংলা, ওড়িয়া, মারাঠি, কন্নড়, গুজরাতি, মালয়ালম, তামিল, তেলেগু প্রতিটি ভাষার জন্য একটি করে শূন্যপদ। বাকি ইংরেজি ভাষার জন্য ৫টি শূন্যপদ এবং হিন্দি ভাষার জন্য শূন্যপদ রয়েছে ২টি।
এই সংস্থায় এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচিত হতে গেলে প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে কোনো একটি ভাষা নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হলে তা বেশি প্রাধান্য পাবে। কাজের অভিজ্ঞতাও প্রয়োজন এক্ষেত্রে। যে কোনো একটি প্রকাশনী সংস্থায় ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
কী কী গুণ ও দক্ষতা থাকা দরকার ? এই চাকরির জন্য প্রার্থীকে ট্রান্সলেশন, কপি এডিটিং, প্রুফ রিডিং, লিখিত ও কমিউনিকেশনের দক্ষতা থাকা দরকার। কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতাও থাকতে হবে প্রার্থীর। অ্যাডোব পেজমেকার, ইনডিজাইন, পেজ ডিজাইনিং, ডিটিপি, টাইপসেটিং ইত্যাদি বিষয়ে নিজস্ব ভাষায় দক্ষতা থাকলে প্রাধান্য মিলবে।
নির্বাচিত প্রার্থীরা চুক্তির ভিত্তিতে কাজ করবেন ১১ মাসের মেয়াদে। ন্যাশনাল বুক ট্রাস্টের পক্ষ থেকে তাদের মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ হতে হবে ৪০ বছর। প্রার্থীর নির্বাচন হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। ১৪ অক্টোবর এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ফলে আগামী ১৫ দিনের মধ্যে অর্থাৎ ২৯ অক্টোবরের মধ্যে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। অনলাইনে আবেদন করলে হবে না, অফলাইনে নির্দিষ্ট প্রোফর্মা মেনে তা পূরণ করে সমস্ত নথি সহ জমা দিতে হবে ডাকযোগে।
আরও পড়ুন; LIC Policy: এই বিমা প্ল্যানের বয়সসীমা কমাল LIC, বাড়ল প্রিমিয়ামও
Education Loan Information:
Calculate Education Loan EMI