National Education Policy: সমাজ বদলের সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষা। আর ভারতের শিক্ষা ব্যবস্থা ক্রমশ উন্নত ও আধুনিক হচ্ছে। ভারতের 'স্মার্ট এডুকেশন' নিয়ে এবিপি লাইভের স্মার্ট এডুকেশন সামিট ২০২৫- এ আলোচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বছরে ২ বার বোর্ড পরীক্ষা হওয়া কতটা জরুরি, কেন এই নিয়ম চালু করতে চলেছে ন্যাশনাল এডুকেশন পলিসি, পড়ুয়াদের কতটা সুবিধা হবে এই নয়া নিয়মে- এই নিয়ে কী বললেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী, জেনে নেওয়া যাক।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কথায় পড়ুয়াদের কথা ভেবেই, জাতীয় শিক্ষা নীতি-তে এই নতুন নিয়ম চালু হতে চলেছে। ২০২৬ সালের অ্যাকাডেমিক ইয়ার অনুসারে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বছরে ২ বার নেবে। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সারা বছর স্কুলের পড়াশোনা, দীর্ঘ সময়ের ক্লাস সব নিয়ে ব্যস্ত থাকেন ছাত্রছাত্রীরা। এর মধ্যে পরীক্ষার চাপ অনেকে পড়ুয়ার কাছেই ভয়ের, আতঙ্কের, কারও কাছে পরীক্ষা মানে বোঝা। আর তাই ছাত্রছাত্রীদের স্ট্রেস কমাতেই, ২ বারে বোর্ডের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে পরীক্ষায় পড়ুয়ারা বেশি নম্বর পাবেন, মানে ২ বারের বোর্ড পরীক্ষায়, যেটাতে ছাত্রছাত্রীরা বেশি নম্বর পাবেন, সেটাই গ্রাহ্য করা হবে। এর ফলে যদি কোনও পড়ুয়ার একবারের বোর্ড পরীক্ষায় ফল খারাপও হয়, তাহলে দ্বিতীয় পরীক্ষায় আবার সুযোগ পাবেন ওই পড়ুয়া।
এর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ন্যাশনাল এডুকেশন পলিসির আরও একটি নিয়ম-নীতির ব্যাপারেও বিশদে আলোচনা করেছেন। ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসির মূল লক্ষ্য হল সকলের শিক্ষিত করার পাশাপাশি সঠিক ভাবে যোগ্য করে তোলা। তরুণ প্রজন্ম সঠিক ভাবে যোগ্য হয়ে উঠলে, তবেই বিশ্বের দরবারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কথায়, ভারতের শিক্ষা যেন শুধুমাত্র তরুণ প্রজন্মকে ডিগ্রি না দেয়। বরং সঠিক ভাবে যোগ্য করে তোলে। ভারত যেন ক্রমশ 'জব ক্রিয়েটর' হয়ে ওঠে। জাতীয় শিক্ষা নীতির লক্ষ্য তরুণ প্রজন্মকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করার জন্য সঠিক ভাবে তৈরি করে তোলা। আমাদের দেশের অর্থনীতি প্রগতিশীল। সেই স্রোতে যেন তরুণ প্রজন্ম ঠিকভাবে খাপ খেয়ে যেতে পারে, সেইভাবেই তৈরি হচ্ছে ভারতের নতুন শিক্ষানীতি। দেশের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য হল সকলের দক্ষতা বাড়াতে হবে। তাহলে এই দেশেই তৈরি হবে নতুন নতুন চাকরির সম্ভাবনা।
Education Loan Information:
Calculate Education Loan EMI